X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
সিলেটের সড়কে নিহত ৭

মাইক্রোবাসে ঢাকা থেকে সাদাপাথর ভ্রমণে এসেছিলেন পর্যটকরা

তুহিনুল হক তুহিন, সিলেট
২০ জুলাই ২০২৩, ১৪:২৭আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৭:৪৫

ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র ভ্রমণে এসেছিলেন দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসটির আরোহীরা। এ ঘটনায় সিএনজি অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় সাত জন নিহত হয়েছেন।  

জানা গেছে, বুধবার (১৯ জুলাই) রাতে ঢাকা থেকে যাত্রা করে মাইক্রোবাসটি। বৃহস্পতিবার সাদাপাথরসহ সিলেটের কয়েকটি পর্যটনকেন্দ্রে ঘুরে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল পর্যটকদের। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে মাইক্রোবাসটির চাকা ফেটে যায় এবং সিলেটগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয় জন এবং পরে আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও অটোরিকশাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এ ব্যাপারে মাইক্রোবাসটি ভাড়া দেওয়া ব্যক্তি সিরাজুল ইসলাম বলেন, ‘হেমায়েতপুরের পেট্রোল পাম্পের সামনে থেকে চালক তাহেরের সঙ্গে কথা বলে একদিনের জন্য মাইক্রোবাসটি ভাড়া নেন পর্যটকরা। বুধবার রাতে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য রওয়ানা হন তারা। যতটুকু জেনেছি, মাইক্রোবাসের চালক তাহের হাসপাতালে ভর্তি। ইতোমধ্যে আমরা সিলেটের উদ্দেশে রওনা হয়েছি।’

নিহত সাত জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন মিয়া (৩০); একই উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের ইদ্রিস আলী; কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন। আমির কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছালে গাড়িটির সামনের ডানপাশের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হন।

খাদ থেকে উদ্ধার করা অটোরিকশা গোয়াইনঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, মাইক্রোবাসের চাকা বার্স্ট হয়ে সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ছয় যাত্রী নিহত হন। মাইক্রোবাসটিতে পর্যটকরা ঢাকা থেকে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখতে আসছিলেন। নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর: অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা: নিহত বেড়ে ৭

/এমএএ/
সম্পর্কিত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবলীগ নেতা মারা গেছেন
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত