জামালপুরে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকালে বকশীগঞ্জের গোমের চর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টায় বকশীগঞ্জ এন এম উচ্চবিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা ও গোমের চর গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বলেন, ‘পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান ও তার ছেলে ফাহিম রিফাতের নামে মামলা করা হবে।
গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোলাম রব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মারা যান তিনি। মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও খবর: সাংবাদিক নাদিম হত্যার নেপথ্যে কারা