বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ জুন) দুপুরে ছাবেরা খাতুন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
হামলার পরপরই প্রার্থী সিটি করপোরেশনের নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কমিশনারসহ মোবাইল কোর্টের একাধিক টিম।
ফয়জুল করীম অভিযোগ করেন, নগরীর চৌমাথা এলাকার ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের বাইরে হাতপাখার কার্যালয়ে হামলা এবং তার ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে দুপুর দেড়টার দিকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানালে অপরিচিত কিছু লোকজন তার ওপর হামলা চালায়। এতে তার নাক ও মুখ ফেটে যায়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কমিশনারকে অভিযোগ দিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শী সালমা ও শিলা বলেন, কেন্দ্রের বাইরে হৈচৈ শুনে আমরা যাই। সেখানে গিয়ে জানতে পারি এক কর্মী ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন। তখন হুজুরের কর্মীরা বাধা দেয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই ছেলেটির ওপর হামলা চালায় হুজুরের লোকজন। এরপর কে বা কারা হামলা চালায় হুজুরের ওপর বলতে পারছি না।
সিটি করপোরেশনের নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কেন্দ্রের ভেতরে কোনও সমস্যা হয়নি। যা কিছু ঘটেছে কেন্দ্রের বাইরে। এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করতে কাজ চলছে।’