X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
বৈকালিক চিকিৎসাসেবা

চিকিৎসক আছেন, রোগী নেই

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ১৭:০৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:২৬

সারাদেশের মতো ময়মনসিংহের গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু তেমন প্রচার না থাকায় বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বারে বসলেও রোগীর দেখা মিলছে না।  

রবিবার (২ এপ্রিল) স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা কেন্দ্রে দেখা গেছে, আউটডোরের গাইনি বিভাগের কনসালট্যান্টের কক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক উম্মেল ওয়ারা খান চৌধুরী একজন সিনিয়র স্টাফ নার্সকে নিয়ে বসে আছেন। কিন্তু একজন রোগীও চিকিৎসা সেবা নিতে আসেনি।

ডা. উম্মেল ওয়ারা খান চৌধুরী বলেন, ‘গত ৩০ মার্চ বৈকালিক চিকিৎসাসেবা উদ্বোধন করা হয়। ওই দিন তিন জন রোগী চিকিৎসাসেবা নিতে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সপ্তাহের শনি ও রবিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক বসেছিলেন। ছয় জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। রবিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেম্বারে বসে থাকলেও একজন রোগীও চিকিৎসাসেবা নিতে আসেনি।’

তিনি আরও বলেন, ‘রমজান মাসের কারণে বিকেলের দিকে রোগীরা চিকিৎসাসেবা নিতে আসছে না। পাশাপাশি সবেমাত্র প্রচার শুরু হয়েছে। আশা করা যাচ্ছে ঈদের পরে বৈকালিক চিকিৎসাসেবায় রোগীর সংখ্যা বাড়বে।’

গফরগাঁও পৌর এলাকার বাসিন্দা কামরুল হাসান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম সরকারের একটি ভালো উদ্যোগ। তবে ব্যাপক প্রচার না থাকায় সাধারণ মানুষ এ বিষয়ে কিছুই জানে না। এই কার্যক্রমকে সফল করতে হলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রচার চালাতে হবে। মানুষকে বিষয়টি জানাতে হবে।’

স্থানীয় গৃহবধূ সালমা আক্তার বলেন, ‘সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোরে চিকিৎসক বিনামূল্যে সেবা দিয়ে থাকেন। বিকেলে কোনও চিকিৎসক থাকে না। সরকারের এমন উদ্যোগে এখন থেকে বিকালে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যাবে। অল্প টাকায় চিকিৎসাসেবা নেওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘গ্রামের অসহায় দরিদ্র মানুষ বেশি টাকা ফ্রি দিয়ে ময়মনসিংহ শহরের বড় বড় চিকিৎসকের কাছে যেতে পারে না। এ ধরনের উদ্যোগে অল্প টাকায় ঘরের কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যাবে। তবে এ বিষয়টি মানুষকে জানাতে হবে।’

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, ‘বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি মানুষকে জানাতে প্রচার শুরু করা হয়েছে। এখনো মানুষের কাছে তেমন ভাবে এই বিষয়ে জানানো সম্ভব হয়নি। আর রোগীর না আসার পিছনে কারণ রমজান মাস। এ সময় মানুষ ব্যস্ত থাকে। বাড়ি থেকে বের হতে চায় না। ঈদের পরে আশা করা যাচ্ছে এই সেবা পেতে মানুষের আগ্রহ বাড়বে। রোগীর সংখ্যা অনেকটাই বাড়বে।’

ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবেমাত্র বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ বিষয়টি মানুষকে জানানোর জন্য প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। তবে সরকারের এমন উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

/এসএন/
সম্পর্কিত
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
কারাগারে অসুস্থ সাবেক এমপি নদভী, নেওয়া হলো হাসপাতালে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু