X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের তরুণের প্রেমে কক্সবাজারে ইতালির তরুণী

আবদুল আজিজ, কক্সবাজার
১২ নভেম্বর ২০২২, ০৩:০১আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৩:০১

বাংলাদেশের তরুণের প্রেমে কক্সবাজারের রামুতে চলে এসেছেন ইতালির তরুণী রুবের টা (২৩)। ৯ নভেম্বর ইতালির সার্দেনিয়া শহর থেকে প্রেমিক রুনেক্স বড়ুয়ার (২৮) সঙ্গে রামুতে আসেন তিনি। পারিবারিকসূত্রে জানা গেছে, চলতি মাসেই বিয়ে করে সংসার শুরু করবেন এই প্রেমিক যুগল।  

রুনেক্স রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়াপাড়ার ফ্রান্স প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে। শুক্রবার দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তারা জানান, অনার্স পাস রুনেক্স প্রায় তিন বছর আগে ইতালিতে যান। সেখানে তিনি এই তরুণীর সঙ্গে একটি আবাসিক হোটেলে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছরের বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এই সম্পর্কের ধারাবাহিকতায় রুবের টা বাংলাদেশে আসেন। চলতি মাসেই তাদের পারিবারিকভাবে বিয়ে হবে বলে জানা গেছে।

রুনেক্স বড়ুয়া বলেন, ‘ইতালিতে একটি হোটেলের রিসিপসনে কাজ করছিলাম। সেখানে পরিচয় হয় রুবের টার সঙ্গে। তারপর প্রেমের শুরু। এখন আমরা দেশে এসেছি, বিয়ে করবো। আপনাদের দাওয়াত। আমার হবু স্ত্রীও আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। পরিবারও তাকে ভালোভাবে গ্রহণ করেছে। এ মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবো।’

প্রেমের সফল পরিণতিতে রুবের টা বলেন, ‘মানুষের জীবন একটা। জীবনের সঙ্গীও একটাই হওয়া উচিত। আমার সমাজে সেটা নেই। আমি বিশ্বাস করি, রুনেক্স আমার জীবনে একমাত্র সঙ্গী হয়ে থাকবেন। ওকে পেয়ে আমি দারুণ খুশি। তার পরিবারের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এ ধারা সামনের দিনগুলোতে বজায় থাকবে সেই প্রার্থনা করি।’

রুনেক্সের ভাই শাওন বড়ুয়া বলেন, ‘আমরা আনন্দিত। ভাই-বউদির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ভাষাগত কিছু সমস্যা থাকলেও সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন বউদি, পরেছেন বাঙালি পোশাকও। লোকজন আজ সকাল থেকে তাকে দেখার জন্য বাড়িতে ভিড় করছে। তিনি ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার সমুদ্রসৈকতসহ নানা স্থানে।’

রুনেক্সের মা সুমি বড়ুয়া বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল, ছেলেকে বিদেশি মেয়ের সঙ্গে বিয়ে দেবো। সেটি বাস্তবে রূপ পাচ্ছে। ছেলেন বউকে নিয়ে আমি খুব খুশি। তাদের ধুমধাম করে বিয়ে দেবো। সবাইকে আমন্ত্রণ জানাবো। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

রুনেক্সের আদিবাড়ি উখিয়া উপজেলার রাজাপালংয়ের সীলের ছড়া এলাকায়। বর্তমান বসবাস রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়াপাড়ায়।

/এমএএ/
সম্পর্কিত
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পৌঁছেছেন ড. ইউনূস
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
অবৈধ অভিবাসন রোধ ও পুলিশের সামর্থ্য বাড়াতে সহযোগিতা করবে ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, রসুলপুরে এখন শুধু ভাঙন হাহাকার
সর্বগ্রাসী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র, রসুলপুরে এখন শুধু ভাঙন হাহাকার
একজনকে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে ব্লাঙ্ক চেক নেওয়া প্রতারক গ্রেফতার
একজনকে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে ব্লাঙ্ক চেক নেওয়া প্রতারক গ্রেফতার
শুল্ক আলোচনা বিষয়ে চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য
শুল্ক আলোচনা বিষয়ে চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য
নদী ভাঙন রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
নদী ভাঙন রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ