X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২

ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৮:১৮আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:৪০

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দয়াকান্দা গ্রামের পূর্বপাড়া এলাকায় নিজ ঘর থেকে নূরজাহান (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েতুর রহমান জানান, এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। সোমবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

নূরজাহান ওই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে এবং রফিক মিয়ার স্ত্রী। ২০ বছর আগে রফিকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করে নূরজাহানের ভাই মো. ডালিম বলেন, ‘সম্প্রতি রফিকের সঙ্গে প্রতিবেশী এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে আমার বোন প্রতিবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রফিক আমার বোনকে মারধর করতো। এর জের ধরে সে আমার বোনকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। সে নিরপরাধ হলে পালিয়ে যেত না।’

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েতুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে নূরজাহানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে মৃতের স্বামী পলাতক রয়েছে। এটা আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।’

নিহতের স্বজনদের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, স্বজনরা দাবি করছেন ওই গৃহবধূকে তার স্বামী হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

 

 

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় এসে জানায় পরীক্ষা খারাপ হয়েছে, কিছুক্ষণ পর মিললো মরদেহ
রামপুরায় প্রেমিকার রহস্যজনক মৃত্যু, প্রেমিক পলাতক
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ভুট্টাক্ষেতে মিললো অর্ধগলিত লাশ
সর্বশেষ খবর
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’