X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

মাছ আর মিষ্টিতে ভরপুর ছিল ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

বগুড়া প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:২১

বগুড়ায় করোনাকালে প্রশাসন অনুমতি না দিলেও ৩শ’ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী ও জামাই মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহ্উদ্দিন আহমেদ মেলায় গিয়ে বন্ধের নির্দেশ দিলেও ব্যবসায়ীরা মেলা চালিয়ে যান। এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার মহিষাবান গ্রামে বউমেলা অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার পূর্ব দিকে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় ইছামতি নদীর তীরে বিশাল জমিতে মেলা বসে। মেলায় হরেক প্রজাতির বড় বড় মাছ এবং নানা রকমের মিষ্টি ও অন্যান্য সামগ্রী তোলা হয়।

মাছ ব্যবসায়ী বাবু মিয়া জানান, তার কাছে যমুনা নদীর ২২ কেজি ওজনের কাতলা মাছ আছে। মাছটি ১২শ’ টাকা কেজিতে বিক্রি করবেন তিনি। তার কাছে ২০ কেজির যমুনা নদীর কাতল রয়েছে। তিনি প্রতি কেজি ১৬শ’ টাকা দরে বিক্রি করবেন। মাছ ব্যবসায়ী আবদুল আলিম জানান, তার কাছে ১২ কেজি ওজনের রুই রয়েছে। তিনি এ মাছ এক হাজার টাকা কেজি দরে বিক্রি করবেন।

মিষ্টিপট্টিতে আলিফ মিষ্টি ভান্ডারে কথা হয় স্বত্বাধিকারী গাবতলীর পেরিরহাটের সোনাকানিয়া গ্রামের মোরশেদ আলমের সঙ্গে। তার দোকানে ১২ কেজি ওজনের দুটি মাছ আকৃতির মিষ্টি সবার দৃষ্টি কেড়েছে। তিনি জানান, প্রতিটি মাছমিষ্টির দাম ছয় হাজার টাকা। তার কাছে লাভ, সানা, রসগোল্লাসহ বিভিন্ন নামে ১৪০ টাকা থেকে ৬০০ টাকা কেজি দরের মিষ্টি রয়েছে। মেলার মিষ্টিপট্টিতে কমপক্ষে ৫০টি দোকান রয়েছে। আনুমানিক দুই কোটি টাকার মিষ্টি কেনাবেচা হবে।

মহিষাবান গ্রামের মুক্তি সরকার জানান, প্রতি বছর তারা মেলার ১৫ দিন আগ থেকে দোকান বসান। এবার করোনার কারণে মাত্র চার দিন আগে দোকান খুলেছেন। তা না হলে তাদের ব্যবসা আরও ভালো হতো।

গাবতলী উপজেলার মরিয়া গোলাবাড়ি গ্রামের শের আলী তার ছেলে শাহীন আলমকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন। তিনি জানান, বছরের অন্য উৎসবে স্বজনদের দাওয়াত না করলেও পোড়াদহ মেলার আগে জামাই, মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া দীর্ঘদিনের রেওয়াজ। তার বাড়িতে ২০ জন মেহমান এসেছেন। তাদের জন্য মাছ, মিষ্টি, মাংস, কুল বরই ইত্যাদি কিনতে এসেছেন। আত্মীয়-স্বজন বেশি আসায় তাদের বাড়িতে ঘুমানোর স্থান সংকুলান হচ্ছে না। ইতোমধ্যে ২০ হাজার টাকা বাজার করেছেন।

মাছ আর মিষ্টিতে ভরপুর ছিল ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

মেলার মাছপট্টিতে দেখা যায়, মাদারীপুর থেকে আসা মনির হোসেন ও অন্যরা কাঁধে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের বোয়াল ও প্রায় ১০ কেজি ওজনের কাতল মাছ নিয়ে যাচ্ছিলেন। মনির জানান, তিনিসহ বিভিন্ন জেলার ১০ জন বন্ধু গাবতলীর দূর্গাহাটা গ্রামের বন্ধু খায়রুল ইসলামের দাওয়াতে এসেছেন। তারা দীর্ঘদিন ধরে বগুড়ার গাবতলীর পোড়াদহ মেলায় আসেন। প্রতিবার বড় সাইজের বাগাড় মাছ কিনে থাকেন। এবার এ মাছ না থাকায় তারা হতাশ হয়েছেন।

মেলায় বোয়াল, কাতল, রুই, মৃগেল, সিলভারকার্প, বিগ্রেডকাপসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়েছে। এ ছাড়া মেলায় স্টিল, কাঠের ফার্নিচার, কুল বরই, কৃষি সামগ্রী, হরেক রকমের আসবাব বিক্রি হয়। চিত্তবিনোদনের জন্য ছিল সার্কাস, নৌকা খেলা, মোটরসাইকেল ও কারগাড়ি খেলা, জাদু এবং শিশুদের জন্য নাগরদোলা।

মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান ও মেলার অন্যতম আয়োজক আবদুল মজিদ মণ্ডল জানান, প্রশাসন মেলার অনুমতি না দিলেও ঐতিহ্য ও সনাতন ধর্মাবলম্বীদের সন্ন্যাসী পূজার স্বার্থে মেলার আয়োজন করা হয়। তবে মেলায় আসা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক ব্যবহার করতে বার বার অনুরোধ করা হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহ্উদ্দিন আহমেদ গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান ও অন্যদের নিয়ে মেলায় আসেন। তিনি পরিদর্শনের এক পর্যায়ে ব্যবসায়ীদের এক ঘণ্টার মধ্যে সব দোকান বন্ধ করে অন্য জায়গায় যেতে নির্দেশ দেন। হ্যান্ড মাইকে তিনি এসব নির্দেশ দিয়ে বলেন, অন্য জায়গায় পণ্যগুলো বিক্রি না হলে তার দায় প্রশাসন নেবে। কিন্তু ব্যবসায়ীরা মেলা চালিয়ে যান। দুপুর গড়াতেই বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ মেলায় আসতে থাকেন।

মহিষাবান গ্রামের গোলাম রব্বানী শেখ জানান, বৃহস্পতিবার সকাল থেকে মহিষাবান গ্রামে ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত হবে। এ মেলার ক্রেতা-বিক্রেতা উভয়ই নারী। তিনি আশা করেন, তাদের বউমেলাও সফল হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী ও জামাই মেলার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। অনুমতি ছাড়াই আয়োজকরা মেলা বসিয়েছেন। তারা মেলায় গিয়ে বন্ধ করতে এক ঘণ্টার সময় দিয়েছিলেন। কিন্তু ব্যাপক জনসমাগমের কারণে শেষ পর্যন্ত বন্ধ করা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাশ্মীরে হামলার দিনেই ভারতের কোচকে প্রাণনাশের ‍হুমকি!
কাশ্মীরে হামলার দিনেই ভারতের কোচকে প্রাণনাশের ‍হুমকি!
নোয়াখালীতে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, প্রাণ গেলো একজনের
নোয়াখালীতে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, প্রাণ গেলো একজনের
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই: ইউরোপীয় ইউনিয়ন
চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই: ইউরোপীয় ইউনিয়ন
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন