X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

রাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ০১:৫৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৩:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে অসহযোগিতামূলক অসদাচরণের অভিযোগ পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৩ ডিসেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

রাবি রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পাঠানো চিঠিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নীতিমালা ২০১৫ শিথিল করে পরিবর্তিত নীতিমালা ২০১৭ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ওই নীতিমালা পরিবর্তন এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ইউসিজি কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়।

তবে সেই কমিটির তদন্ত কাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী বিভিন্ন পর্যায়ে অসহযোগিতা করেছেন, যা অসদাচরণের শামিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হল। 

ইউজিসির তদন্তে অসহযোগিতা করার অভিযোগে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার নির্দেশের চিঠি।

 

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী ও উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে রাতে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও রেজিস্ট্রার অফিসের একাধিক সূত্র এ চিঠির সত্যতা নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, এ বছরের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তথ্য-উপাত্তসহ ৩০০ পৃষ্ঠার একটি অভিযোগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। তদন্ত কার্যক্রম শেষে কয়েকটি সুপারিশসহ শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ইউজিসি গঠিত কমিটি। ওই প্রতিবেদনে উপাচার্যে বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। আর এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য জানতে পেরে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে তদন্ত কমিটির কাজ সম্পর্কে প্রশ্ন তোলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের অন্য গ্রুপের শিক্ষকরা তার এই সংবাদ সম্মেলনকে কালক্ষেপণের কৌশল হিসেবে মন্তব্য করেন। এদিকে, ইউজিসির তদন্ত প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে রাবিতে সকল প্রকার নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়াসহ ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠালো শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন:
রাবিতে সব ধরনের নিয়োগ স্থগিতের নির্দেশ

 

/টিএন/
সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের চেয়ারম্যান তামিজী, সেক্রেটারি হামিদা
আট দফা দাবিতে একাডেমিক ভবনে তালা দিলেন রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা
বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষায় বসছে সোয়া ১৯ লাখ শিক্ষার্থী 
সর্বশেষ খবর
রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত বিএনপির
রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনে দ্বিমত বিএনপির
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে ঝটিকা মিছিলনিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
মনপুরায় বজ্রাঘাতে আট গরুর মৃত্যু
মনপুরায় বজ্রাঘাতে আট গরুর মৃত্যু
সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখার দাবি 
সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বহাল রাখার দাবি 
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি