X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

কোরআন অবমাননার কোনও প্রমাণ মেলেনি: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

লালমনিরহাট প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ১৭:১২আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৮:০১

লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির পরিদর্শন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুননবী জুয়েল (৫০) কে হত্যার পর পুড়িয়ে লাশ ছাই করার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তিন সদস্যের তদন্ত কমিটি বুড়িমারীতে সরজমিনে ঘটনার তদন্ত করেছেন। বুড়িমারী ইউনিয়ন পরিষদ, বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদ ও লাশ পুড়িয়ে ছাই করার ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত কমিটির সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (জেলা ও দায়রা জজ) আল-মাহমুদ ফায়জুল কবীর বলেন, ‘বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন শরীফ অবমাননার কোনও প্রমাণ মেলেনি। কেউ কোনও প্রমাণ দিতে পারেনি। আমরা অনেকের সাথে কথা বলেছি। আরও কথা বলতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটা মিথ্যা গুজব ছড়িয়ে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর দেহটি পুড়িয়ে ছাই করা হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। যেখানে একজনের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। ’

জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির পরিদর্শন
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা ঘটনাটি তিন ভাগে ভাগ করে বিশ্লেষণ করেছি। প্রথমটি হলো রংপুর থেকে তারা কেন এবং কোথায় এসেছিল? দ্বিতীয়টি হলো মসজিদে নামাজের সময় যখন ঘটনা তখন উপস্থিতরা কেন সমাধান করে দিলেন না এবং তৃতীয়ত এখানে উপস্থিত জনতাকে কারা বিভ্রান্ত করেছে? ’

তিনি অন্যান্য প্রশ্নের জবাবে বলেন, এখনো ঘটনার তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে অনেক কথা বলতে পারছি না। এরপরও বলছি। আমি শনিবার লালমনিরহাট সদর হাসপাতালে জুয়েলের সঙ্গী সুলতান রুবাইয়াত আব্বাস ওরফে সুমন জুবায়েরের সাথে কথা বলেছি। পুলিশ সুপার, জেলা প্রশাসক, ইউএনও, ওসি, উপজেলা চেয়ারম্যান, ওই মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ অনেকের সঙ্গে কথা বলেছি এবং আরও বলবো। এরপর সুলতানের সঙ্গে লালমনিরহাটে আবারও কথা বলবো। এরপর সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। ’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ও তদন্ত কমিটির সদস্য সচিব মোহাম্মদ গাজী সালাউদ্দিন এবং তদন্ত কমিটির অপর সদস্য ও লালমনিরহাট জেলা প্রশাসকের প্রতিনিধি নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) টিএম রাহসিন কবীর।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত