X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ইউনিয়ন আ.লীগ নেতার হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

বগুড়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ০৬:২৭আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৬:৩৫




উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফক্কারের হাতে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ লাঞ্ছিত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা হামলাকারীকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

জিন্নাহর ভাই মাহমুদ আশরাফ মামুন এ বিষয়ে থানায় ফক্কারসহ পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ শনিবার সকালে বগুড়া শহর থেকে নন্দীগ্রামে যাচ্ছিলেন। পথে বেলা ১২টার দিকে তিনি কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নেমে একটি দোকানে চা পান ও জনগণের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফক্কার ও তার লোকজন সেখানে আসেন। তারা পূর্ব কোনও বিরোধের জের ধরে উপজেলা চেয়ারম্যান জিন্নাহকে লাঞ্ছিত করেন।

তবে আওয়ামী লীগ নেতা ফক্কারের দাবি, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়া নিয়ে কটূক্তি করায় জিন্নাহর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় জিন্নাহর অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

তবে লাঞ্ছিত উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ অভিযোগ করেন, ‘নব্য আওয়ামী লীগারদের নির্দেশে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী ফক্কার আমাকে লাঞ্ছিত করেছেন। আমি কখনও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করিনি। হামলাকারী নব্য আওয়ামী লীগাররা নিজেদের বাঁচাতে মিথ্যাচার করছে।’

এদিকে উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহকে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা হামলকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এছাড়া সোমবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে: ধর্ম উপদেষ্টা
সাহিত্য চর্চার মাধ্যমে তরুণ আলেমদের জেগে উঠতে হবে: ধর্ম উপদেষ্টা
জেলের জালে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ, নদীতে অবমুক্ত
জেলের জালে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ, নদীতে অবমুক্ত
গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধের সুপারিশ 
গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধের সুপারিশ 
শ্রীপুরে নির্মাণাধীন বাড়ির সানসেট ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু
শ্রীপুরে নির্মাণাধীন বাড়ির সানসেট ভেঙে নির্মাণশ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত