X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

চেক প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের নির্দেশ

বরিশাল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ১৭:৪৭আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:৫৬

ছাত্রলীগ নেতা শুভ ৫৫ লাখ টাকার চেক প্রতারণা মামলায় বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের আহবায়ক গাজী তৌকির রহমান শুভকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক পলি আফরোজ ওই নির্দেশ দেন।

শুভ নগরীর নগরীর কলেজ রোড ‍এলাকার হাবিবুর রহমানের ছেলে। ২০০৩ সাল থেকে বিএম কলেজ ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন। মামলার বাদী কাজী আতিকুর রহমান নগরীর খান সড়কের বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী।

বাদী পক্ষের আইনজীবী আহাদ আলী খান জানান, বাদীর সঙ্গে আসামি শুভর বন্ধুত্বপূর্ন এবং ব্যবসায়িক সম্পর্ক ছিল। ব্যবসায়িক প্রয়োজনে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে একই বছরের ২০ জুলাই পর্যন্ত আতিকের কাছ থেকে শুভ তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৫ লাখ টাকা ঋণ নেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে শুভ টালবাহানা শুরু করে।

২০১৯ সালের ১৩ অক্টোবর মার্কেন্টাইল ব্যাংক সাভার হেমায়েতপুর শাখায় শুভ তার নিজস্ব হিসাব নম্বরের অনুকূলে আতিকের মেসার্স সুরাইয়া কনস্ট্রাকশনের নামে ৫৫ লাখ টাকার চেক দেন।

১৪ অক্টোবর চেক জমা দেওয়া হলে তা ডিজঅনার হয়। ১৫ অক্টোবর আতিক আইনজীবীর মাধ্যমে শুভকে আইনি নোটিশ দেন। শুভ নোটিশের কোনও জবাব না দেওয়ায় একই বছরের ১ ডিসেম্বর বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণার মামলা দায়ের করেন বাদী। বিচারক ওই দিনই আসামি শুভকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার সমন জারির নির্দেশ দেন। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে বিএম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক গাজী তৌকির রহমান শুভ বলেন, আতিকের সঙ্গ ব্যবসায়িক লেনদেন আছে। আতিক তার কাছে ৫৫ লাখ টাকায় পায়। তিনিও আতিকের কাছে টাকা পান। এই বিষয়টি সুরহা করার জন্য বিভিন্ন সময় তাগাদা দিলেও আতিক কোনও সমঝোতা না করে মামলা করেন। এখন আইনগতভাবে মামলা মোকাবিলা করবেন বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত