উচ্চ শিক্ষিত হয়েও কঠিন জীবন সংগ্রামের মুখোমুখী রফিকুল ইসলাম ও মীম নামে নরসিংদীর এক দৃষ্টি প্রতিবন্ধী দম্পত্তিকে নিয়ে ‘খাবার না পেলে মানুষ কত দিন বাঁচতে পারে’ শিরোনামে গত শনিবার (২২ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদটি নরসিংদী জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদ প্রকাশের পর রবিবার (২৩ আগস্ট) নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শাহরুখ খানকে ওই দম্পত্তির বাসায় পাঠিয়ে খোঁজ-খবর নিয়েছেন।
তাৎক্ষণিকভাবে কিছু খাদ্যসামগ্রীও পাঠানো হয়েছে ওই দম্পতির বাসায়। এছাড়া যোগ্যতা অনুযায়ী চাকরির চেষ্টায় ওই দম্পত্তির সিভি সংগ্রহ, দুই সন্তানের পড়াশোনার জন্য স্কুলের বেতন মওকুফ ও আর্থিক সহায়তা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে এনডিসি মো. শাহরুখ খান জানান, ‘খাবার না পেলে মানুষ কত দিন বাঁচতে পারে’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদের মাধ্যমে নরসিংদীর ওই দৃষ্টি প্রতিবন্ধী উচ্চ শিক্ষিত দম্পত্তির কঠিন জীবন সংগ্রাম বিষয়ে জানতে পারেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। তিনি শনিবার রাতেই নির্দেশ দেন রবিবার সকালে যেন ওই দম্পত্তির খোঁজ নিই। নির্দেশ অনুযায়ী রবিবার সকালে নরসিংদী শহরের দাসপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে গিয়ে ওই দম্পত্তি ও তাদের সন্তানদের বিষয়ে তথ্য সংগ্রহ করি। এনজিওতে কিছু দিন কাজ করার অভিজ্ঞতাসহ শিক্ষকতা পেশার প্রতি আগ্রহী বলে জানিয়েছে তারা।
এনডিসি আরও জানান, তাদের সন্তান যেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়তে পারে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া, যোগ্যতা অনুযায়ী বাস্তব পরিপ্রেক্ষিতে দম্পত্তির জন্য চাকরির ব্যবস্থার জন্য সিভি সংগ্রহ ও তাৎক্ষণিকভাবে তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে বলা হয়েছে।
ওই দম্পত্তির কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)।