জামালপুরের ইসলামপুরে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন তিনি। এসময় দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এর আগে, দুপুর ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপন কমিটি এবং বন্য পরবর্তী পুনর্বাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জামালপুর সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন মো. মহসীন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, জামালপুর ও শেরপুর আসনের সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা, যুগ্ম সচিব দীপক রঞ্জন অধিকারী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানসহ আরও অনেকেই।