X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ১৮:৪৯আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৯:৩৮

ধর্ষণ মামলায় গ্রেফতার দুই আসামি নয়ন ও সবুজ ঠাকুরগাঁওয়ে পূর্ব পরিচয়ের সূত্র ধরে দুই কিশোরীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোর রাতে উপজেলার সেনুয়া ও পীরগঞ্জ থেকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে  অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এর আগে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পীরগঞ্জ থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন এক ধর্ষিতার বাবা।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছে পীরগঞ্জের সেনুয়া বানিয়াপাড়ার মো. আলতাফুর রহমানের ছেলে নয়ন ইসলাম (২২) ও ভোমরাদহ চিলাছাপা এলাকার মো. ওসমান আলীর ছেলে মো. সবুজ (২০)। মামলার অন্য আসামিরা হলো হিরেন চন্দ্র শীল (২৬), ফরিদ হোসেন (২২) ও সেলিম (২২)।

এজাহার সূত্রে জানা যায়, ময়মনসিংহে এক সুতার ফ্যাক্টরিতে চাকরির সুবাদে রাণীশংকৈল উপজেলার ভোলাপাড়ার এক কিশোরীর সঙ্গে পীরগঞ্জ উপজেলার নয়নের পরিচয় হয়। এদিকে গত জানুয়ারি মাসে মেয়েটি চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে আসে। পূর্ব পরিচয়ের সুবাদে নয়ন ভালো জায়গায় ওই কিশোরীকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করে ও মোবাইল ফোনে যোগাযোগ রাখে।

ঘটনার দিন গত ১৭ আগস্ট বিকালে নয়ন মোবাইল ফোনে ওই কিশোরীকে পীরগঞ্জে আসতে বলে। নয়নের কল পেয়ে কিশোরীটি তার প্রতিবেশী এক মেয়েকে (১৪) সঙ্গে নিয়ে পীরগঞ্জ আসে। সেখানে নয়ন তার চার বন্ধু সবুজ, হিরেন চন্দ্র শীল, ফরিদ হোসেন ও সেলিমকে নিয়ে তাদের সঙ্গে দেখা করে। পরে নয়ন ও তার বন্ধুরা ওই দুই কিশোরীকে ঘুমের ওষুধ মিশিয়ে জুস ও চিপস খাওয়ায়। পরে তাদের সবুজের বাসায় নিয়ে ধর্ষণ করা হয়।

সেখান থেকে তাদের নিয়ে ভোমরাদহ এলাকার একটি আখক্ষেতে রাতভর পাশবিক নির্যাতন চালায় নয়ন ও তার বন্ধুরা। নির্যাতন শেষে ভোর রাতে ভোমরাদহ স্টেশনের কাছে রেললাইনের পাশে ওই দুই কিশোরীকে ফেলে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় এক কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় ১৮ আগস্ট একটি ধর্ষণ মামলা দায়ের করে।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার আইও খায়রুল আনাম ডন জানান, রাণীশংকৈল উপজেলার দুই কিশোরীকে বাড়ি থেকে পীরগঞ্জে ডেকে এনে বিভিন্ন স্থানে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগে ১ ও ২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে চেষ্টা চলছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক