X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

চাচাতো ভাইয়ের চড়ের প্রতিশোধে তার ছেলেকে হত্যা

রংপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ০৪:০৪আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৭:০৮

 

রংপুরে শিশুকে হত্যার ঘটনায় পুলিশের অভিযান



চাচাতো ভাইয়ের চড়ের প্রতিশোধে তার চার বছরের ছেলেকে গলাটিপে হত্যা করেছে এক ব্যক্তি। নিহত শিশুটির নাম মোজাহিদ। রংপুর নগরীর হাজিরহাট শালমারা এলাকা থেকে বৃহস্পতিবার ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ  ঘটনার জড়িত থাকার অভিযোগে আবির নামে এক যুবককে  আটক করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান শিশু হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার সকালে নগরীর হাজিরহাট শালমারা ঝিলের পাড় গ্রামের হাফিজুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই আবিরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঝগড়া হয়। এ ঘটনায় আবিরকে চড় মারেন হাফিজুল। এ ঘটনার পর হাফিজুল ইসলামের চার বছর বয়সী ছেলে মোজাহিদ বাসা থেকে বের হয়ে খেলতে বের হয়। কিন্তু দুপুরের পর থেকে শিশু মোজাহিদকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পর স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান করেও শিশু মোজাহিদের কোনও সন্ধান না পাওয়ায় হাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করে।

পুলিশ ও স্বজনরা শিশুটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। এক পর্যায়ে পুলিশ আবিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনে। জিজ্ঞাসাবাদের সময় আবির স্বীকার করে তাকে চড় মারার প্রতিশোধ হিসেবে শিশু মোজাহিদকে ডেকে এনে গলা টিপে হত্যা করে লাশ বাড়ির অদূরে একটি বাঁশ ঝাড়ে ফেলে রেখেছে। এ ঘটনা শুনে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বাঁশ ঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

হাজিরহাট থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর তারা আবিরের গতিবিধি লক্ষ্য করছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হন আবিরই এ ঘটনা ঘটিয়েছে।

তিনি জানান, লাশের সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শিশু মোজাহিদের খুনি আবির স্বীকার করেছে সে মোজাহিদ বাসা থেকে বের হওয়ার পর পরেই তাকে ফুসলিয়ে ডেকে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করেছে।

রংপুর মেট্রোপলিটান পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ শহিদুল্লা কাওছার জানান, ঘটনার পর পরেই আমরা খুনিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। কাল শুক্রবার খুনের দায়ে অভিযুক্ত আবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে।

এ ঘটনায় নিহত শিশুর বাবা হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত