X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

জামালপুর জেলা প্রেসক্লাবের ৩ সদস্য পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান

জামালপুর প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ০২:০৫আপডেট : ২১ জুলাই ২০২০, ০২:২১

  জামালপুরে প্রয়াত সাংবাদিক এ কে এম মুশাররফ হুসেনকে দেওয়া অনুদানের চেক গ্রহণ করছেন তার মেয়ে।
তথ্য মন্ত্রণালয়ের আওতায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদানের চেক গ্রহণ করলেন জামালপুর জেলা প্রেসক্লাবের অসুস্থ ২ সদস্য ও আরেক প্রয়াত সদস্যের পরিবার। সোমবার (২০ জুলাই) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।

গত বছর তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তার লক্ষ্যে স্ব স্ব প্রেসক্লাব/সাংবাদিক সংগঠন থেকে দরখাস্ত আহ্বান করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে জামালপুর জেলা প্রেসক্লাবের মাধ্যমে জেলা ও উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও অবসরপ্রাপ্ত ২১ জন সাংবাদিক অনুদানের জন্য আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের সন্তান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির সুপারিশে জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ইত্তেফাকের সাবেক জামালপুর জেলা সংবাদদাতা সাংবাদিক এ কে এম মুশাররফ হুসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি এবিএম আমিনুল ইসলাম লিটন ও জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক জামালপুর এক্সপ্রেসের সম্পাদক মো. জাহিদ আনোয়ারকে অনুদানের জন্য নির্বাচন করা হয়। 

জামালপুরে দ্য ডেইলি স্টারের প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক।

গত ১৬ জুলাই এ কে এম মুশাররফ হুসেনের নামে ১ লক্ষ টাকা, এবিএম আমিনুল ইসলাম লিটনের নামে ৫০ হাজার টাকা এবং মো. জাহিদ আনোয়ারের নামে ১ লক্ষ টাকা অনুদানের অনুমোদিত চিঠি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আসে।

এদিকে অসুস্থাবস্থায় অনুদান পাওয়ার জন্য নির্বাচিত হলেও সাংবাদিক এ কে এম মুশাররফ হুসেনের জন্য অনুদানের চিঠি যেদিন আসে সেদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পরে আজ সোমবার (২০ জুলাই) বিকালে জামালপুর জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসকের হাত থেকে অনুদানের চেক গ্রহন করেন সদ্য প্রয়াত সাংবাদিক এ কে এম মুশাররফ হুসেনের পক্ষে তার মেয়ে মিতু আক্তার। এছাড়াও এবিএম আমিনুল ইসলাম লিটন ও মো. জাহিদ আনোয়ার অনুদানের চেক গ্রহণ করেন। এ সময় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২ লক্ষ টাকা অনুদান পেয়েছেন বিটিভির জামালপুর সংবাদদাতা ও জামালপুর প্রেসক্লাবের সদস্য মোস্তফা বাবুল।

জামালপুর এক্সপ্রেসের অসুস্থ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক

জামালপুর জেলা প্রেসক্লাবের ৩ সদস্যের নামে অনুদান অনুমোদনের সুপারিশ করায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানাসহ জেলা প্রেসক্লাবের সকল সদস্য। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে কেএফসি’র বিরুদ্ধে বিক্ষোভ, একজন নিহত
পাকিস্তানে কেএফসি’র বিরুদ্ধে বিক্ষোভ, একজন নিহত
এই ৫ কারণে চুলে গ্লিসারিন ব্যবহার করা জরুরি
এই ৫ কারণে চুলে গ্লিসারিন ব্যবহার করা জরুরি
নির্বাচনের জন্য সংস্কার জরুরি, আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: এ্যানি
নির্বাচনের জন্য সংস্কার জরুরি, আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: এ্যানি
এনসিপি’র জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে সর্বনিম্ন ৪০
এনসিপি’র জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে সর্বনিম্ন ৪০
সর্বাধিক পঠিত
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’