X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

টেকনাফে ফল গাছে ‘পঙ্গপাল’সদৃশ ফড়িংয়ের হানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ২০:৫৮আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২১:৫৬




গাছের সবুজ পাতা খেয়ে সাবাড় করছে পঙ্গপালসদৃশ ফড়িং টেকনাফে বিভিন্ন ফলগাছে ‘পঙ্গপাল’সদৃশ ফড়িংয়ের আক্রমণে গাছের সবুজ পাতা বিলীন হয়ে যাচ্ছে। ফড়িংগুলো সংঘবদ্ধভাবে আম গাছসহ অন্যান্য ফল গাছের কাঁচা পাতা নষ্ট করে ফেলছে। এতে উদ্বিগ্ন স্থানীয়রা। তবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এটি পঙ্গপালের আক্রমণ কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে এটি ক্ষতিকর পোকা। এটি দমন করার জন্য কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

টেকনাফ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদারের লম্বরী গ্রামের বাড়ির আম গাছে এ ফড়িংয়ের হানা দেওয়ার খবর পাওয়া গেছে। আম গাছ ছাড়াও তেরশল গাছসহ অন্যান্য গাছের সবুজ পাতা খেয়ে সাবাড় করেছে ফড়িংগুলো। কোথাও কোথাও শাখা ছাড়া কোনও পাতা অবশিষ্ট রাখেনি।

বাড়ির মালিক ছাত্রনেতা সোহেল সিকদার বলেন, ‘কয়েকদিন ধরে আম গাছের পাতা, আগাছা থেকে শুরু করে শুকনো পাতা, কাঁচা পাতা ও গাছের শাখা-প্রশাখায় সারি সারি পোকা দেখতে পাই। আমি একটা আম গাছের নিচে ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিয়ে পোকার আক্রমণ কমানোর চেষ্টা করেছিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং দিন দিন পোকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোথাও গাছের শাখা আছে, পাতা নেই। আবার কোথাও পাতা ঝলসে গেছে।’

পঙ্গপালসদৃশ ফড়িং এ বিষয়ে টেকনাফের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, ‘এটি পঙ্গপালের আক্রমণ কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এগুলো দমন করার জন্য কীটনাশক স্প্রে করার পরার্মশ দেওয়া হয়েছে। ওইসব পতঙ্গের ছবি কক্সবাজার জেলা অফিসে পাঠানো হয়েছে। এখনও এ বিষয়ে কোনও বক্তব্য আসেনি।’

তিনি আরও বলেন, পঙ্গপালের পাখা থাকে এবং সহজে উড়তে পারে। এটির তেমন পাখা দেখা যায়নি এবং তবে এদিক-ওদিক লাফাতে পাড়ে। তবে যেহেতু কাঁচা পাতা খেয়ে ফেলছে, তাই এটি ক্ষতিকর পোকা।’ এসব পোকা যাতে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে, সে জন্য কীটনাশক স্প্রেসহ অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার
গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, আরেকজন গ্রেফতার
‘প্রিয়’ প্রতিপক্ষকে নিয়ে রবিবার শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট মিশন
‘প্রিয়’ প্রতিপক্ষকে নিয়ে রবিবার শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট মিশন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত