X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

পুলিশের ওপর হামলা, নাসিরনগর উপজেলা যুবলীগের সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০২:৪৫আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১২:১৯

 




যুবলীগ নেতা বেলায়েত নাসিরনগরে পুলিশের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নেরর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। একই মামলায় আনোয়ার পাঠান নামে অপর আসামিকেও গ্রেফতার করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় ধান মাড়াইয়ের ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ও সূচীউড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। এ সময় নাসিরনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত একদল দাঙ্গাবাজ নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ টিয়ারশেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুলিশের অন্তত সাত সদস্য আহত হয়।

সংঘর্ষের পরদিন (২০ এপ্রিল) নাসিরনগর থানার  এসআই নুরুল হক খন্দকার বাদী হয়ে যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখপূর্বক নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নিজ বাড়ি থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে গ্রেফতার করা হয়। একই মামলায় আনোয়ার পাঠান নামে অপর এক আসামিকেও গ্রেফতার করা হয়।

আমিনুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি জানান, পুলিশ সংঘর্ষ থামাতে গেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতের নেতৃত্বে একদল দাঙ্গাবাজ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের সাত সদস্য আহত হন। পরে পুলিশ বাদী হয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় যুবলীগ সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে