X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টের জন্য পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে শোকজ: শিক্ষার্থীদের আল্টিমেটাম

পাবনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১৮:১৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৪০

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্যের কাছে এক চাকরিপ্রার্থী যুবকের কথিত ঘুষের টাকা ফেরত চাওয়ার অডিও ফাঁসের ঘটনায় ফেসবুকে মন্তব্য করায় তিন শিক্ষককে শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই শোকজ প্রত্যাহারসহ চার দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। এ জন্য ২৪ ঘণ্টারও আল্টিমেটামও দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা সোমবার (২৮ অক্টোবর)  সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে তিন শিক্ষককে পাঠানো শোকজ নোটিশ প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ, ক্যাম্পাসে ভিসিকে সার্বক্ষণিক অবস্থান ও ফাঁসকৃত অডিও তদন্তের দাবি জানান তারা। এসব দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। দুপুর ১টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে ভিসির কাছে চাকরিপ্রার্থী যুবকের ঘুষের টাকা ফেরত চাওয়ার অডিও ফাঁস হয় গত ২৪ অক্টোবর। এ ঘটনায় তিন শিক্ষক ফেসবুকে মন্তব্য করায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৬ অক্টোবর এই নোটিশ দেওয়া হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াহিয়া ব্যাপারী আকাশ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক কমরুল হাসান কনক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন।

সহকারী অধ্যাপক কামাল হোসেন বলেন, “গত ২৪ অক্টোবর ভিসি স্যারকে ঘুষ দেওয়া সংক্রান্ত খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরকম একটি খবরের নিচে মন্তব্য করেছিলাম, ‘এটা যদি সত্যি হয় তাহলে খুব দুঃখজনক, এর তদন্ত হওয়া উচিত’। এর জন্য আমিসহ তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। আজ থেকে আগামী সাত দিনের মধ্যে আমাদের উত্তর দিতে বলা হয়েছে। আমরা উত্তর দেবো।"  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা কোনও লিখিত দাবি জানায়নি। লিখিত পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করবো। আর শিক্ষকদের শোকজ করা হয়েছে। তারা জবাব দিলেই বিষয়টি সমাধান হয়ে যায়। সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা কী আমরা বুঝতে পারছি না।’

উল্লেখ্য, ঘুষের বিনিময়ে এক প্রার্থীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক রোস্তম আলীর বিরুদ্ধে। এ নিয়ে প্রার্থীর সঙ্গে ভিসির কথোপথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে ভাইরাল হওয়া অডিওটিকে পূর্বপরিকল্পিত আখ্যায়িত করে এর প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে মো. মনিরুল ইসলাম নামের ওই চাকরিপ্রার্থীর বিরুদ্ধে পাবনা সদর থানায় জিডি করেছেন পাবিপ্রবি'র অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।

আরও পড়ুন- উপাচার্যের কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ার অডিও ভাইরাল

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
সংস্কারের পর নির্বাচনের দাবিতে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
বৃষ্টিভেজা ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিলো পাঞ্জাব
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে উদ্ধারে অভিযান চলছে
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু  
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা