X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৫:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:০০

দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুরের ১নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নে মাধুপাড়া সীমান্ত ফাঁড়ির কাছে মনসাপাড়া এডভ্যানটিজ সেমিনারি অ্যান্ড স্কুলের অডিটোরিয়ামে আজ বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই সম্মেলন হয়।

এর আগে বিএসএফ এর ১৪ সদস্যের প্রতিনিধি দলটি বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ’র শিলং সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী আভতার সিং সাহী বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএসএফ ১৪১ ব্যাটালিয়নের কমান্ডার সত্যবান কাঞ্চি, ৫৮ ব্যালেলিয়নের কমান্ডার নীলেন্দ্র গাঙ্গুলী, ৫৮ ব্যাটেলিয়নের টুআইসি স্টাফদের অফিসার রবীন্দ্র মারদানি। দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

সম্মেলনে ১৯ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান। প্রতিনিধি দলে ছিলেন ৩১ বিজিবি’র অধিনায়ক কর্নেল মো. শাহজাহান সিরাজ, নেত্রকোনা ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান, বিজিবি ময়মনসিংহের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন) অমর খসরুসহ অন্যরা।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার রোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির জন্য বিজিবি-বিএসএফ পর্যায়ে যৌথভাবে খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইক্লিং, বিভিন্ন পর্যায়ের কোর্স/ক্যাডারের সম্মিলিত অংশগ্রহণের বিষয়ে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুটি বর্ডার হাট স্থাপনের পক্ষে উভয় পক্ষ একমত হন। সম্মেলন শেষে বিকালে বিএসএফ প্রতিনিধি দলটি ভারতে ফেরত যায়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাইয়ের ‘মিট অ্যান্ড গ্রিট’
স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাইয়ের ‘মিট অ্যান্ড গ্রিট’
হাঙ্গেরি ও ভারতের দাবাড়ুর সঙ্গে তাহসিনের ড্র
হাঙ্গেরি ও ভারতের দাবাড়ুর সঙ্গে তাহসিনের ড্র
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এমন ফাইজলামি বাদ দেন: দুদু
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এমন ফাইজলামি বাদ দেন: দুদু
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ