X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

চলতি বছরই রাকসু নির্বাচনের দাবি

রাবি প্রতিনিধি
১২ মার্চ ২০১৯, ১৬:৫০আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৬:৫৮

রাকসু আন্দোলন মঞ্চের নেতাকর্মীরা চলতি বছরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল ডাকসু নির্বাচনের মধ্যদিয়ে সে সংস্কৃতি ভেঙে গেছে। ডাকসু নির্বাচনের পর সবার নজর এখন রাকসুর দিকে। এখানকার ছাত্র-শিক্ষক সবাই রাকসুর জন্য উন্মুখ হয়ে আছে। রাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলতি বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানাচ্ছি।’

লিখিত বক্তব্যে আব্দুল মজিদ অন্তর বলেন, “দীর্ঘদিন থেকে রাকসু নির্বাচেনর দাবিতে আমরা মোমবাতি প্রজ্জ্বালন, গণস্বাক্ষর, বিতর্ক ও মুক্ত আলোচনা, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এরই ধারাবাহিকতা আগামী ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক শিক্ষক শিক্ষার্থীদের ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিশিষ্ট কলামিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম উদ্দিন, রাবি’র নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ, গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, ফোকলোর বিভাগের সভাপতি সুস্মিতা চক্রবর্ত্তী প্রমুখ অংশ নেবেন।”

সংবাদ সম্মেলন থেকে ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ভোট কারচুপি, প্রার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা। একইসঙ্গে তারা প্রগতিশীল ছাত্র ঐক্যসহ ডাকসুর ভোট বর্জনকারী সব প্যানেলের নেতদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ফের ডাকসু নির্বাচনের দাবি জানান।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদের মেয়ের আত্মহত্যা
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা