রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে দশটি ছাত্র সংগঠন তাদের গঠনতন্ত্র ও সদস্য তালিকা জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাকসু নির্বাচন সংলাপ কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ জানুয়ারি সংলাপ কমিটির সভা শেষে কর্তৃপক্ষ ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোকে তাদের গঠনতন্ত্র, নিবন্ধনপত্র ও সদস্য তালিকা জমা দেওয়ার আহ্বান জানায়। জমা দেওয়ার জন্য সাত দিন সময় নির্ধারণ করেন তারা (২৩-২৯ জানুয়ারি)।
ওই ১০ সংগঠনের মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কস), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (লেলিন), বাংলাদেশ ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বঙ্গবন্ধু প্রজন্মলীগ এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
এর বাইরেও ক্যাম্পাসের ক্রিয়াশীল অরাজনৈতিক দল যারা তাদের দলের গঠনতন্ত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি তাদেরও সংলাপে ডাকা হবে। এই সংলাপেই উঠে আসবে রাকসু নিয়ে প্রতিটি সংগঠনের চাওয়া-পাওয়া। আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে সংলাপ শুরু হবে বলে জানান সংলাপ কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিবন্ধিত রাজনৈতিক দশটি ছাত্র সংগঠন দলীয় নিবন্ধনপত্র, গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা জমা দিয়েছে। আশা করছি আগামী সপ্তাহে সংগঠনগুলোকে সংলাপের জন্য ডাকা হবে। এছাড়া ক্যাম্পাসের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যারা কাগজপত্র জমা দেয়নি তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে শিগগিরই সংলাপ কমিটির সঙ্গে তাদের যোগাযোগ করতে হবে।’
এককভাবে কোনও শিক্ষার্থীর নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, ‘কোনও শিক্ষার্থী যদি এককভাবে নির্বাচন করতে চায় সেই সুযোগও রয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের অনুমোদন লাগবে। এছাড়াও শিক্ষার্থীকে তার বিভাগের সভাপতির স্বাক্ষর করা প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি রাকসু সংলাপ কমিটির কাছে জমা দিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। তবে যদি বিভাগ থেকে সেই শিক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করে তাহলে সে আর প্রার্থী হতে পারবে না।’