মানিকগঞ্জে সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে সচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা কার্যালয়ের অডিটরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সম্প্রীতি প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে পিপলস্ অ্যাডভান্সমেন্ট সোশ্যাল অ্যাসোসিয়েশন (পাসা)।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বাবুল মিয়া। অন্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা জুবাইদি সিমকি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক উর্মিলা রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।