X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

অগ্রিম কর পরিশোধের চিঠি ও করদাতার করণীয়

মোহাম্মদ সিরাজ উদ্দিন
২৫ এপ্রিল ২০২৫, ১৬:৩৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৩৪

অগ্রিম কর পরিশোধের জন্যে এনবিআর থেকে করদাতাদের বরাবর চিঠি দেওয়ার পরিমাণ বিগত বছরগুলোর তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই অগ্রিম করের চিঠি নতুন নয়। বিগত সময়ে একই চিঠি পাঠানো হতো। যারা প্রথম চিঠি পেয়েছেন, তাদের মধ্যে অনেকে নানা ধরনের উত্তর খুঁজছেন এবং পরিচিতজনরা ফোন দিচ্ছেন। সব করদাতার জ্ঞাতার্থে আমার আজকের কলাম।

অগ্রিম কর কি? অগ্রিম কর বিষয়ে আলোচনা করতে হলে আয় বছর ও অ্যাসেসমেন্ট বছর সম্পর্কে জেনে রাখা উত্তম।  করদাতার আয় বছর যদি হয় জুলাই’ ২৪-জুন’ ২৫। তাহলে কর বছর হবে ২০২৫-২৬। আয়কর আইন মোতাবেক কোনও করদাতার পূর্ববর্তী আয় বছরের (২০২৩-২৪) আয় যদি ৬ লাখ টাকার অধিক হয়, তাহলে উক্ত করদাতাকে চলমান বছরে বিগত বছরের সমান কর পরিশোধ করতে হয়।

অর্থাৎ চলতি আয় বছরে বিগত আয় বছরের ভিত্তি ধরে যে কর পরিশোধ করতে হয় তাকে অগ্রিম আয়কর বলে।

কোন শ্রেণির মাসিক ও বার্ষিক অগ্রিম কর দিতে হবে?

আয়কর আইন ২০২৩-এর ১৫২ ধারা মোতাবেক সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে প্রতিমাসে নিট বিক্রিমূল্যের ওপর ৩ শতাংশ হারে অগ্রিম কর পরিশোধ করতে হয়। এই পরিশোধিত কর ত্রৈমাসিক পরিশোধিত অগ্রিম করের সাথে সমন্বয়যোগ্য। এছাড়া ১৫৩ ধারা মোতাবেক ব্যক্তিগত মোটরযানের মালিকগণকেও গাড়ির ফিটনেস ও নিবন্ধন গ্রহণকালে অগ্রিম কর পরিশোধ করতে হয়, যা অ্যাসেসমেন্ট বছরে করদাতার প্রদেয় করের সাথে সমন্বয়যোগ্য।

১৫৩ ধারা মোতাবেক যেসব মোটরযানের মালিকদের অগ্রিম কর পরিশোধ করতে হয় না:

সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, সরকার বা স্থানীয় সরকারের অধীন কোনও প্রকল্প বা কর্মসূচি বা কার্যক্রম, কোনও বৈদেশিক কূটনীতিক, বাংলাদেশস্থ কোনও কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও এর অঙ্গসংগঠনের দফতরসমূহ, বাংলাদেশের কোনও বিদেশি উন্নয়ন অংশীদার এবং এর সংযুক্ত দফতর বা দফতরসমূহ; সরকারের এমপিওভুক্ত কোনও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা অগ্রিম কর পরিশোধ করতে হবে না মর্মে বোর্ড কর্তৃক সার্টিফিকেট গ্রহণকারী প্রতিষ্ঠান।

উল্লেখ্য, মোটরযান বলতে জিপ ও মাইক্রোবাস অন্তর্ভুক্ত হবে। আয়কর আইনের ১৩৮ ধারায় উল্লেখিত বাণিজ্যিক মোটরযান এবং মোটরসাইকেল এর অন্তর্ভুক্ত হবে না।  

কোন ধরনের আয় হলে অগ্রিম কর দিতে হবে না?

আয়কর আইনের ধারা ১৫৪-এর উপ-ধারা ২ মোতাবেক-করদাতা কেবল জমি চাষাবাদ থেকে ৮ (আট) লাখ টাকা উপার্জন করেন, মূলধনী আয় (যেমন-একজন দাতার ৫ বছর আগে একখণ্ড জমি ক্রয় করেছে ২ লাখ টাকায়, ২০২৪-২৫ আয় বছরে এসে উক্ত জমি বিক্রি করেছে ৩ লাখ টাকা। অতিরিক্ত ১ লাখ টাকাই হচ্ছে করদাতার মূলধনী আয়) বা এককালীন আয় থাকে।  

উৎসে কর-কর্তন করলে তা কি অগ্রিম কর হিসেবে গণ্য হবে?

অনেক করদাতার চাকরিদাতা প্রতিষ্ঠান কর্তৃক আয়ের ওপর উৎসে কর কর্তন করে থাকেন এবং বিধিমোতাবেক ব্যাংকে জমা দিয়ে থাকেন। এমন ক্ষেত্রে করদাতার পক্ষে তা অগ্রিম কর হিসেবে গণ্য হবে। করদাতার দায়িত্ব হলো উৎসে কর্তনকৃত অগ্রিম করের ব্যাংকে জমার চালান বা এই চালানগুলো সংগ্রহ করে সংশ্লিষ্ট কর সার্কেলকে অবহিত করা। তাহলে করদাতা অগ্রিম কর পরিশোধ করছেন বলে গণ্য হবেন।

অগ্রিম কর পরিশোধের সময়: আইন মোতাবেক যারা অগ্রিম কর পরিশোধের যোগ্য, তাদের চলতি আয় বছরের মধ্যে ৪টি কিস্তিতে অগ্রিম কর পরিশোধ করতে হয়। যেমন: প্রথম কিস্তি ১৫ সেপ্টেম্বর, দ্বিতীয় কিস্তি ১৫ ডিসেম্বর, তৃতীয় কিস্তি ১৫ মার্চ ও চতুর্থ কিস্তি ১৫ জুন।
এই চার কিস্তিতে পরিশোধের করার কারণ হচ্ছে করদাতার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কোনোরূপ আর্থিক চাপ ছাড়া যাতে কর পরিশোধ করতে পারে।

এছাড়া কোনও করদাতার আয় বছরের কোনও একপর্যায়ে এসে যদি কমে যায় বা আয় না থাকে, তাহলে তাকে অগ্রিম কর দিতে হবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর সার্কেলে একটি চিঠি দিয়ে অবহিত করলেই হবে। এই সংক্রান্ত চিঠির রিসিপ্ট কপি অবশ্যই করদাতার কাছে সংরক্ষিত রাখতে হবে।

নতুন করদাতা কি অগ্রিম কর পরিশোধ করবেন?  কোনও ব্যক্তি যদি নতুন করদাতা হয়ে থাকেন তাহলে তাকে তার আয়ের হিসাব করে দেখতে হবে যে তিনি চলতি বছরে ৬ লাখ টাকার অধিক করযোগ্য আয় করতে পারছেন কিনা। যদি তা হয়ে থাকে তাহলে তিনি অগ্রিম দিবেন। এই বিষয়ে আইনের বিধানটি হুবহু তুলে ধরা হলো: “এই আইনরে অধীন ইতঃপূর্বে নিয়মিত কর নির্ধারণীর আওতাভুক্ত হন নাই এইরূপ কোনো ব্যক্তির মোট আয়, ধারা ১৫৪ এর উপ-ধারা (২)-এর শর্তসাপেক্ষে, কর বর্ষে অব্যবহিত পরবর্তী আয়বর্ষে তাহার মোট আয় ৬ (ছয়) লক্ষ টাকা অতিক্রম করিলে, তিনি প্রত্যেক অর্থবছরে জুন মাসের ১৫তম দিনের পূর্বে তার প্রাক্কলিত মোট আয় এবং ধারা ১৪২-এর উপ-ধারা (১)-এ নির্ধারিত পদ্ধতিতে পরিগণনাকৃত তৎকর্তৃক পরিশোধযোগ্য অগ্রিম করের হিসাব উপকর কমিশনারের নিকট দাখিল করিবেন এবং ধারা ১৫৫ এর উপ-ধারা (২) এ নির্ধারিত কিস্তির তারিখের মধ্যে তাহা পরিশোধ করিবেন, যেন তাহা ধারা ১৫৫-এর উপ-ধারা (৫) অনুসারে সংশোধিত কিস্তির তারিখ অতিক্রম না করে।

অগ্রিম কর পরিশোধ না করলে কি হয়?

আয়কর আইনে ১৫৭ ধারা মোতাবেক অগ্রিম করের কিস্তি প্রদানে ব্যর্থতার বিষয়ে আলোচনা করা হয়েছে। অগ্রিম কর পরিশোধ করতে হবে এইরূপ কোনও করদাতা যদি মূল পরিগণনা অনুসারে বা ক্ষেত্রমত, প্রাক্কলিত হিসাব অনুসারে নির্ধারিত তারিখে উক্ত করের কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে তিনি উক্ত কিস্তির ক্ষেত্রে খেলাপি করদাতা হিসেবে গণ্য হইবেন। খেলাপি করদাতাগণ আয়কর আইনের ১৬২ ধারা মোতাবেক যে পরিমাণ কর পরিশোধ করতে ব্যর্থ হবেন সেই পরিমাণ করের ওপর ১০ হারে সরল সুদ দিতে আইনগতভাবে বাধ্যবাধকতা সৃষ্টি হয়।

অগ্রিম আয়করের সমন্বয়:

অগ্রিম আয় কর অ্যাসেসমেন্ট বছরে প্রদেয় করের সাথে সমন্বয় করা যায়। যদি কোনও করদাতার অগ্রিম কর পরিশোধ প্রদেয় করের কম হয় তাহলে অবশিষ্ট কর পরিশোধ করবেন। আর যদি কোনও করদাতার প্রদেয় কর অপেক্ষা অগ্রিম পরিশোধিত করের পরিমাণ বেশি হয়, তাহলে নির্ধারিত ফরমে ফেরত পাওয়ার জন্যে আবেদন করে ফেরত নিতে পারবেন অথবা পরবর্তী বছরের প্রদেয় করের সাথে সমন্বয় করতে পারবেন।

অনেক করদাতা অপরিশোধিত অগ্রিম করের ওপর সরল সুদ আরোপের বিধানকে অযৌক্তিক বলেছেন। তাদের মতে, সরকারের সহায়তার জন্য যেখানে অ্যাসেসমেন্ট বছর শুরু হওয়ার আগে অগ্রিম কর পরিশোধ করার বিধান রাখা হয়েছে, সেখানে বকেয়া অগ্রিম করের ওপর সরল সুদ আরোপের বিধান করদাতার জন্যে একটি অতিরিক্ত চাপ। সরল সুদ আরোপের বিধান বাতিল করারও তারা সুপারিশ করেন।

আসুন, আমরা করদাতাগণ সচেতন থাকি, রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করি।

লেখক: আইনজীবী

[email protected]

/এসএএস/এমওএফ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
‘বিড়ি-সিগারেটের’ আগুনে পুড়লো পানের বরজ, ক্ষতিগ্রস্ত অনেক কৃষক
‘বিড়ি-সিগারেটের’ আগুনে পুড়লো পানের বরজ, ক্ষতিগ্রস্ত অনেক কৃষক
‘বার্থ টুরিজম’ বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র
‘বার্থ টুরিজম’ বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষসর্বাধিক