X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

হাসপাতালের ভুলে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টায় অনাগত শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ১৯:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২১:০৭

মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর পরিবর্তে অন্য রোগীকে ভুল করে গর্ভপাত করার চেষ্টা করেন চিকিৎসকরা। পরে তারা বিষয়টি বুঝতে পেরে গর্ভপাত না করালেও ওই নারী অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে ভুক্তভোগী জিয়াসমিন আক্তারের গর্ভের সন্তানের মৃত্যু হয়।

রবিবার (৩১ জানুয়ারি) হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শনিবার (৩০ জানুয়ারি) সকালে ওই নারীর গর্ভের সন্তানটি মারা গেছে।

এদিকে এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ডা. ওসমান গনি জানান, তদন্ত প্রতিবেদন সোমবার (১ ফেব্রুয়ারি) অথবা মঙ্গলবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে সংশ্লিষ্ট দফতরে জমা দেবেন তারা।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে মাঝখানে শুক্রবার সরকারি অফিস বন্ধ থাকায় প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জেলার সাটুরিয়া উপজেলার গর্জনা গ্রামের সুমন মিয়ার স্ত্রী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা জিয়াসমিন আক্তারের (২২) রক্তক্ষরণ সমস্যা দেখা দিলে গত রবিবার (২৪ জানুয়ারি) জেলা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২০ নম্বর বেডে ভর্তি করা হয়। চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে তার পাশের বেডের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত সন্তান হওয়ায় তাকে গর্ভপাত ঘটানোর কথা ছিল। হাসপাতালের চিকিৎসা সহকারী (সেকমো) ফাতেমা আক্তার ভুলে আরেক রোগীর পরিবর্তে জিয়াসমিনকে গর্ভপাত করানোর চেষ্টা করে।

এই ঘটনায় রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে উঠলে পালিয়ে যান ফাতেমা। পরে এ ব্যাপারে জিয়াসমিনের চাচা লুৎফর রহমান হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দিলে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এরইমধ্যে গত শনিবার বিকালে জিয়াসমিন আক্তারের গর্ভের সন্তানটি মারা যায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ বলেন, ‘শুক্রবার রাত থেকেই জিয়াসমিনের পুনরায় রক্তরক্ষণ ও তলপেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে শনিবার বিকালে তার গর্ভের সন্তান মারা যায়। আল্ট্রাসনোগ্রাম করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও তদন্ত প্রতিবেদন হাতে পাইনি।’

বিস্তারিত জানতে পড়ুন...

হাসপাতালের ভুলে গর্ভবতীকে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা!

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
নিতান্ত প্রয়োজন না হলে ভারত-পাকিস্তান সফর না করার পরামর্শ
নিতান্ত প্রয়োজন না হলে ভারত-পাকিস্তান সফর না করার পরামর্শ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের কক্ষে তালা দিলেন বিক্ষোভকারীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের কক্ষে তালা দিলেন বিক্ষোভকারীরা
দুই উপদেষ্টার সহকারীদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক
দুই উপদেষ্টার সহকারীদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও