X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

৬০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে মুগদা হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১১:২৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১১:২৫

সিনিয়র কনসালটেন্ট ডা. নন্দিতা পালকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ১০ টায় রাজধানীর এই হাসপাতালে প্রাথমিক এই কর্মসূচি শুরু হয়। এদিন ৬০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবির। ভ্যাকসিন দেওয়া শুরুর পর বুথের সামনে আগত দর্শনার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, ‘আজ ৬০ জন স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে ভ্যাকসিন। এরপর সাত-আট দিনের একটা গ্যাপ থাকবে। আমরা পুরোদমে প্রস্তুতি নেবো। প্রস্তুতি সম্পন্ন হলে চিকিৎসকরা ভ্যাকসিনের ক্ষেত্রে যেভাবে সেবা পাচ্ছেন সাধারণ মানুষকেও আমরা তা দিতে পারবো।’ টিকা নেন ডা. আবু সাঈদ চৌধুরী

ভ্যাকসিন নেওয়ার পর ডা. নন্দিতা পাল জানান, ‘ছোটবেলায় ভ্যাকসিনের কথা শুনে পালিয়েছিলাম। এবার স্বেচ্ছায় দিয়েছি। ছোটবেলায় আমাদের জোর করে দেওয়া হতো। এখন মনে হচ্ছে এই যে বাঁচার আকুলতা , এক বিভীষিকা থেকে মুক্তির জন্য ভ্যাকসিন নিচ্ছি। ভ্যাকসিন নেওয়ার পর এখন পর্যন্ত কোনও সমস্যা মনে হচ্ছে না । আশা করছি হবে না।’

ডা. নন্দিতা পালের পর ভ্যাকসিন নেন একই হাসপাতালের কনসালটেন্ট ডা. আবু সাঈদ চৌধুরী। তিনি বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার আগে মূলত টেনশনে ছিলাম। আমাদের সুঁই নিয়ে একটা ভীতি থাকে। তবে দেখলাম যে না অতো ব্যথা লাগে না। আগে একটা যেমন টেনশন ছিল, এখন রিল্যাক্স ফিল করছি।  আমি সবাইকে অনুরোধ করবো আপনারা নির্দ্বিধায় ভ্যাকসিন দেন।’ ভ্যাকসিন দেওয়া শুরুর পর বুথের সামনে থাকা দর্শনার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে দেশে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ কুর্মিটোলা হাসপাতালের সঙ্গে আরও চারটি হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মুগদা জেনারেল হাসপাতালে মোট ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকরা।

আরও পড়ুন-

টিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ঢামেক চিকিৎসক

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নিলেন ভিসি

ভ্যাকসিন নিয়ে অভিজ্ঞতা জানালেন তারা

টিকা নিতে প্রস্তুত তারা

‘আগে নিলে বলবে কাউকে দিলো না’

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

করোনা টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারা আগে টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেবো: স্বাস্থ্যমন্ত্রী

/এসও/এফএস/
সম্পর্কিত
এসি রুমে বৈঠক ‘আর নয়', কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের
গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিকের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু
মগবাজারে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা
সর্বশেষ খবর
‘মব’ সৃষ্টি করে প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগে স্বাক্ষর
‘মব’ সৃষ্টি করে প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগে স্বাক্ষর
৭ ডলার চুরি করে ৮৪ হাজার ডলার হারালেন জাপানি বাসচালক
৭ ডলার চুরি করে ৮৪ হাজার ডলার হারালেন জাপানি বাসচালক
১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে মানুষ মেনে নেবে না: গোলাম পরওয়ার
১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে মানুষ মেনে নেবে না: গোলাম পরওয়ার
দলিতদের অবস্থা পরিবর্তনে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে: আনু মুহাম্মদ
দলিতদের অবস্থা পরিবর্তনে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে: আনু মুহাম্মদ
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০