X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্মার্টফোন কিনতে লোন পাচ্ছেন ববি’র ৩২২ শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ০১:২৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০১:২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সফট লোন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। ৩২২ শিক্ষার্থীকে এ লোন দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মহামারি পরিস্থিতিতে মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে ব্যহত না হয় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্ট ডিভাইস ক্রয়ের জন্য তালিকা প্রেরণের নির্দেশনা প্রদান করেন।

নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ১ হাজার ৭০ জনের আবেদন পাঠানো হলে তা গৃহীত হয়। এদের মধ্যে পরবর্তীতে ৩৩১ জন শিক্ষার্থী লোন গ্রহণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। চূড়ান্ত যাচাই বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩২২ শিক্ষার্থীর সফট লোনের আবেদন মঞ্জুর করে।

বুধবার লোন কার্যক্রমের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য বলেন, এত প্রতিকূল অবস্থার মাঝেও সরকার করোনা মোকাবিলাসহ দেশের সব খাতকে সচল রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেকাংশেই এগিয়ে।

মহামরির দুঃসময়ে বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাশে থাকায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফট লোন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে তিনজন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়। বাকি ৩১৯ জন শিক্ষার্থীর লোনের টাকা তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হবে।

এসময় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ