X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

হাসপাতালের ভুলে গর্ভবতীকে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ১৮:৪৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৮:৫১

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর পরিবর্তে আরেক অন্তঃসত্ত্বা নারীকে জোরপূর্বক গর্ভপাত (ডিএনসি) ঘটানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জিয়াসমিন আক্তার (২২) এর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্বজনরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লার কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী জিয়াসমিনের চাচা লুৎফর রহমান।

অভিযোগের সূত্র ও হাসপাতালে গিয়ে ওই ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, জেলার সাটুরিয়া উপজেলার গর্জনা এলাকার রফিকুল ইসলামের মেয়ে জিয়াসমিন আক্তার শারীরিক অসুস্থজনিত কারণে ২৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২০ নম্বর বেডে ভর্তি হন। সেখানেই চিকিৎসা চলছিলো ৫ মাসের গর্ভবতী জিয়াসমিনের।

এরই মধ্যে মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ডাক্তার নাসিমার নির্দেশে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ফাতেমা আক্তার জিয়াসমিনকে বেড থেকে নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার রুমা আক্তারের সহযোগিতায় জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা করান। এতে করে জিয়াসমিন অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ করা হয়।

হাসপাতালে দায়িত্বরত গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা আক্তার বলেন, ‘ঘটনার সময় রাউন্ডে রোগী দেখছিলাম। এসব বিষয়ে ডাক্তার রুমা বলতে পারবেন।’

গাইনি বিশেষজ্ঞ রুমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গাইনি ওয়ার্ডের ২০ ও ২১ নাম্বার বেডে পাশাপাশি দুই জন গর্ভবতী রোগী রয়েছে। ২১ নাম্বার বেডের রোগীকে ডিএন্ডসি করানোর কথা ছিল। সেভাবেই তার চিকিৎসা চলছিল। কিন্তু মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ফাতেমা বেগম ভুল করে ২০ নাম্বার বেডের রোগীকে অপারেশন রুমে নিয়ে আসেন।’

জানা গেছে, ঘটনার পর থেকে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ফাতেমা নিখোঁজ। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২০ এবং ২১ নাম্বার বেডে দুজন রোগী পাশাপাশি ছিল। ২১ নাম্বার বেডের রোগীকে আনতে গিয়ে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ভুল করে ২০ নাম্বার বেডের রোগীকে নিয়ে গর্ভপাতের চেষ্টা করেন। রোগীর কান্নাকাটি শুরু করলে গর্ভপাত ঘটানো থেকে বিরত থাকেন।’

তিনি আরও জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
এনসিপি আইনজীবী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন
এনসিপি আইনজীবী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক