X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চরম আবহাওয়াজনিত দুর্যোগের বলি পাঁচ লাখ মানুষ

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ২১:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৯
image

চরম আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গত ২০ বছরে প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ঝড়, বন্যা ও তাপপ্রবাহসহ জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন দুর্যোগের কারণে এসব মানুষকে প্রাণ হারাতে হয়েছে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে বিশ্বের দরিদ্রতম দেশগুলো। অপরদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ দিচ্ছে না ধনী দেশগুলো। জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ওয়াচের এক নতুন মূল্যায়নে এমন পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে।

কোভিড-১৯ মহামারি পরিস্থিতিকে কেন্দ্র করে এ বছর ভার্চুয়ালি আয়োজন করা হয় জলবায়ু অভিযোজন সম্মেলন। সোমবার (২৫ জানুয়ারি) ছিল এর উদ্বোধনী দিন। এদিন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মানুষের জন্য সরাসরি কোন হুমকিগুলো তৈরি হয়েছে তা নিয়ে নতুন এক মূল্যায়ন হাজির করেছে গবেষণা প্রতিষ্ঠান জার্মান ওয়াচ। তাদের পরিসংখ্যান অনুযায়ী, দুর্যোগের কারণে এ শতাব্দীতে বিশ্ব অর্থনীতি ২.৫৬ ট্রিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। গবেষণার অংশ হিসেবে ১১ হাজারেরও বেশি চরম আবহাওয়াজনিত ঘটনা বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ২০০০ সাল থেকে ৪ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুয়ের্তো রিকো, মিয়ানমার ও হাইতি।

২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী, ধনী দেশগুলো অঙ্গীকার করেছিল যে তাপমাত্রা বৃদ্ধির হার প্রশমনে দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য তারা প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার অনুদান দেবে। ২০২০ সাল থেকে এ তহবিল জোগানোর কথা ছিল তাদের। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সত্যিকার অর্থে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোর জন্য তহবিলের পরিমাণ খুবই কম।

জার্মানওয়াচের গ্লোবাল ক্লাইমেট ইনডেক্স-এর অংশ হিসেবে গত দুই দশকে চরম আবহাওয়াজনিত দুর্যোগের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে ২০১৯ সালের ঝড়ের মৌসুমকে বেছে নেওয়া হয়েছিল। ওই মৌসুমে ক্যারিবীয়, পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলে বেশ কিছু হারিকেন ও ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা গেছে। ‘গবেষণায় দেখা গেছে, চরম আবহাওয়াজনিত পরিস্থিতির পরিণাম মোকাবিলা করতে গিয়ে দরিদ্র দেশগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। জরুরি ভিত্তিতে তাদের আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রয়োজন’- বলেন গবেষক ডেভিড একস্টেইন।

জার্মানওয়াচের তৈরি জলবায়ু ঝুঁকি সূচকে দেখা গেছে, ২০১৯ সালে চরম আবহাওয়াজনিত কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোজাম্বিক ও জিম্বাবুয়ে। দুই দেশেই তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আইডাই। দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী, ক্ষয়ক্ষতি সৃষ্টিকারী ঝড় এটি। ক্যারিবীয় দ্বীপ-রাষ্ট্র বাহামাস ২০১৯ সালে তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ। ওই বছর হারিকেন ডোরিয়ান দেশটিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।

এর আগে ২০২০ সালের অক্টোবরে জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত ২০ বছরে দুনিয়ায় চরম আবহাওয়াজনিত ঘটনাপ্রবাহ নাটকীয়ভাবে বেড়েছে। মানুষ ও সম্পদের মারাত্মক ক্ষয়ক্ষতির কারণ হওয়া এসব ঘটনা আগামীতে আরও বাড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০০০ সালের পর থেকে প্রাকৃতিক দুর্যোগের শিকার শীর্ষ দশটি দেশের মধ্যে আটটির অবস্থান এশিয়ায়। এই সময়ে সবচেয়ে বেশি দুর্যোগের শিকার হয়েছে চীন ৫৭৭টি, যুক্তরাষ্ট্র ৪৬৭টি, ভারত ৩২১টি, ফিলিপাইন ৩০৪টি ও ইন্দোনেশিয়া ২৭৮টি।

২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুনিয়ায় মোট সাত হাজার ৩৪৮টি বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব দুর্যোগ ১২ লাখ ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি আক্রান্ত হয়েছে ৪২০ কোটি মানুষ। আর বিগত দুই দশকের এসব দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ ৯৭ হাজার কোটি ডলার। বড় আকারের ক্ষয়ক্ষতির জন্য দায়ী দুর্যোগের মধ্যে রয়েছে খরা, বন্যা, ভূমিকম্প, সুনামি, দাবানল ও তাপমাত্রার চরম বৃদ্ধি। 

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ