X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘পরশুরাম’ ডাকোটার ‘রুদ্র ফর্মেশনে’ মুক্তিযুদ্ধকে সম্মান জানাবে ভারত 

রঞ্জন বসু, দিল্লি
২৫ জানুয়ারি ২০২১, ২৩:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২৩:০০

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘ডাকোটা’ এয়ারক্র্যাফট যে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে, তাকে স্বীকৃতি দিতে ভারতে এবারের প্রজাতন্ত্র দিবসে অভিনব রীতিতে মুক্তিযুদ্ধকে সম্মান জানানো হচ্ছে। ২৬ জানুয়ারি দিল্লির রাজপথের কুচকাওয়াজে যখন বাংলাদেশের কন্টিনজেন্ট মার্চ করে যাবে, তখন আকাশে ‘ফ্লাইপাস্ট’ করবে একটি ভিন্টেজ ডাকোটা বিমান।

মূলত সামরিক বাহিনীতে পরিবহন বিমান হিসেবে কমিশনড হলেও এই ডাকোটা বিমান গৌরবময় মুক্তিযুদ্ধে এক অসামান্য অবদান রেখেছে। একাত্তরের ১১ ডিসেম্বরে টাঙ্গাইলে যে বিখ্যাত ‘এয়ারড্রপ’ হয়েছিল, তাতে ব্যবহার করা হয়েছিল এই ডাকোটাই।

তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামসহ প্রবাসে বাংলাদেশের অস্থায়ী সরকারের নেতাদের যাতায়াতের জন্যও তখন ব্যবহার করা হতো ডাকোটা। 

বস্তুত, বাংলাদেশের নিজস্ব বিমান বাহিনীর যাত্রাও শুরু হয়েছিল একটি ডাকোটা দিয়ে, যেটি উপহার দিয়েছিলেন যোধপুরের তৎকালীন মহারাজা।    

ভারতের বিমান বাহিনী সূত্রে জানানো হয়েছে, এ বছর মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষেই ডাকোটাকে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়েছে। আর সে জন্যই বেছে নেওয়া হয়েছে ‘রুদ্র ফর্মেশন’ নামে বিশেষ ধরনের এক ফ্লাইপাস্ট।

বিমানবাহিনীর মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একাত্তরের ৫০ বছরপূর্তি উপলক্ষে সমগ্র ভারত এবার স্বর্ণিম বিজয় জয়ন্তী উদযাপন করছে। আর সেজন্যই সিদ্ধান্ত হয়েছে— প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যখন বাংলাদেশের বাহিনী মার্চ করে যাবে, তখন মঞ্চের ওপর দিয়ে উড়ে যাবে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ডাকোটা বিমান।’

‘শুধু একটি ডাকোটা-ই নয়, তার দু’পাশে উড়বে দুটি এমআই-১৭ বিমান, যেটাকে আমরা বিমান বাহিনীর পরিভাষায় বলি রুদ্র ফর্মেশন। এই ধরনের ফর্মেশনে ডাকোটা কোনও দিন এর আগে কোনও ফ্লাইপাস্ট করেনি’, জানাচ্ছেন তিনি। 

পরশুরামের সঙ্গে এমপি রাজীব চন্দ্রশেখর

ডাকোটা এক সময় ছিল ভারতীয় বিমান বাহিনীর অবিচ্ছেদ্য অংশ। ডাকোটার বয়স আসলে ভারতীয় গণতন্ত্রের চেয়েও বেশি। কারণ, প্রথমবারের মতো ডাকোটা বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৪৬ সালে ব্রিটিশ আমলেই,বাহিনীর ১২ নম্বর স্কোয়াড্রনে, প্রধানত ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট বা পরিবহন বিমান হিসেবে।

তবে ১৯৪৭ সালে স্বাধীনতার ঠিক পরপরই কাশ্মিরে যখন উপজাতীয় হানাদাররা আক্রমণ করে, তখন শ্রীনগর ও পুঞ্চ রক্ষায় এই ডাকোটা অসাধারণ ভূমিকা পালন করেছিল। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধেও ডাকোটার অবদান স্বর্ণাক্ষরে লেখা আছে।

একাত্তরের পরই ধীরে ধীরে পুরনো ডাকোটাগুলোর ডিকমিশনিং শুরু হয়, অর্থাৎ বিমানবাহিনীর সার্ভিস থেকে সেগুলো বসিয়ে দেওয়া হয়ে থাকে। ডাকোটার জায়গা নিতে থাকে অ্যাভ্রো এইচএস-৭৪৮, আর শেষ ডাকোটাও বসে যায় ১৯৮৮ নাগাদ।

তবে ভারতীয় বিমান বাহিনীতে ডাকোটার ‘পুনর্জন্ম’ হয় বছরতিনেক আগে, যখন কর্নাটকের এমপি ও শিল্পপতি রাজীব চন্দ্রশেখর নিজের পয়সায় একটি ডাকোটা মেরামত করিয়ে বাহিনীকে উপহার দেন।

রাজীব চন্দ্রশেখরের বাবা এয়ার কমোডোর (অবসরপ্রাপ্ত) এম কে চন্দ্রশেখর সেনা পাইলট হিসেবে ডাকোটা চালাতেন, এটি ছিল তার খুব প্রিয় এয়ারক্র্যাফট। বাবার ভালোবাসাকে সম্মান জানাতে শিল্পপতি ছেলে একটি ভাঙাচোরা ডাকোটা বাতিল ‘স্ক্র্যাপ’ হিসেবে কিনে নেন বছরকয়েক আগে। তারপর প্রায় ৫৮ কোটি রুপি (ছয় লাখ পাউন্ড) খরচ করে ব্রিটেনের ‘রিফ্লাইট এয়ারক্র্যাফটস’ থেকে সেটিকে রিফারবিশ করিয়ে আনেন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সেই সাত দশকেরও বেশি পুরনো ডাকোটা এরপর ব্রিটেন থেকে ভারতে উড়ে আসে। দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে ভারতীয় বিমান বাহিনীর অন্য ভিন্টেজ বিমানগুলোর সঙ্গে বহরে সেটিকে যুক্ত করা হয়।

এই ডাকোটা ডিসি-থ্রিরই নামকরণ করা হয়েছে ‘পরশুরাম’। টেইল নম্বরপ্লেটে লেখা আছে ভিপি-৯০৫। 

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে বাংলাদেশ বাহিনীর মহড়া

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে এই পরশুরামই রুদ্র ফর্মেশনের মধ্যমণি হয়ে দিল্লির আকাশে ঝলমল করবে।

এর মাধ্যমেই সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা জানাবে ভারত, আর নিচে রাজপথে তখন কুচকাওয়াজ করে যাবেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১২২ জন সদস্য।

দিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে বাংলাদেশের এই প্রতিনিধিরা ১০-১২ দিন আগেই ভারতে এসে পৌঁছেছেন।রবিবারও তারা মহড়ায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ভারতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোনও বিদেশি রাষ্ট্রের বাহিনীকে অংশ নিতে আমন্ত্রণ জানানোর ঘটনা এই নিয়ে মাত্র তৃতীয়বার ঘটলো।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!