X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

সরকারের শর্ত আগে জানলে রিস্ক নিতাম না: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২১:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৫০

ভ্যাকসিন আমদানি বিষয়ে সরকার যে শর্ত দিয়েছে সেটি আগে জানলে বেক্সিমকো রিস্কে যেত না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তার গুলশানের বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ইনিশিয়ালি আমরা যখন করেছিলাম আমাদের ধারণা ছিল কিছু লাভ তো থাকবেই। আমরা সরকারের কাছে চেয়েছিলাম ১ ডলার। অক্সফোর্ডের ভ্যাকসিন সরকার সরাসরি নিচ্ছে। এখানে সবাই ভাবছে আমাদের মাধ্যমে। ভ্যাকসিনের মূল্য কিন্তু সরকার সরাসরি ঠিক করেছে। আমাদের তো কমিশন একটা লাগবে। আমাদের দেশে যে ওষুধ আসে তার ২০ শতাংশ কমিশন পায় আমদানিকারক। তাই আমরা চিন্তা করেছি যে ৮০ পয়সায় (আমেরিকান ডলার) এমনিতেই পেয়ে যাবো। আর সেখানে কোনও দায় দায়িত্ব নাই, কাজ নাই। সেই জায়গায় আমরা ১ ডলার চেয়েছিলাম সেফসাইডে থাকার জন্য।’

তিনি আরও বলেন, ‘সরকার সেটা মেনে নিয়ে যে শর্ত দিয়েছে সেটা যদি আগে জানতাম আমরা অবশ্যই এর মধ্যে যেতাম না। এই শর্ত মেনে ১ ডলারে এই রিস্ক কেউ নেবে বলে আমার মনে হয় না। তারপরও লাভ হতে পারে সেটা জানি না তো। লসের চান্সটা শুধু একটু চিন্তা করেন। যদি কোল্ড চেইন মেইনটেইন না হয়, বোতল ভাঙা থাকে, খালি থাকে, আমার কিন্তু সরকারকে দিতে হবে। আমাকে ৮ ডলারেই কিনে দিতে হবে। আমি কিন্তু ৩ ডলারে কিনতে পারবো না।’

তিনি আরও বলেন, সব জেলায় আমাদের পৌঁছাতে হবে ভ্যাকসিন। শুধু পৌঁছানো নয়, কোথাও কোল্ড চেইন ব্রেক হয়নি সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখন ধরা যাক কোনও শিপিং কার্টনে বাইরের দিকে ঠিক আছে। খোলার পর দেখা গেল ভেতরে দুই তিনটা ভাঙা। সবসময় কেনার পরিমাণের সঙ্গে অতিরিক্ত কয়েক শতাংশ সরকার ক্রয়ের আগে ধরে। কিন্তু সরকার একদম ৩ কোটি ডোজই হিসাব করেছে এই ভ্যাকসিনের ক্ষেত্রে। এখন যদি ড্যামেজ হয় কিংবা কোনও এক্সিডেন্টে ক্ষতি হয় এর সব দায় বেক্সিমকোর।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজার রাফাহ শহর দখল করলো ইসরায়েল
গাজার রাফাহ শহর দখল করলো ইসরায়েল
হায়দরাবাদকে উড়িয়ে ফাইনালের পুনরাবৃত্তি করলো কলকাতা
হায়দরাবাদকে উড়িয়ে ফাইনালের পুনরাবৃত্তি করলো কলকাতা
দুই হাতে বল করে আইপিএলে কামিন্দুর ইতিহাস
দুই হাতে বল করে আইপিএলে কামিন্দুর ইতিহাস
নোয়াখালীতে যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
নোয়াখালীতে যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের