X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রেজাউল করিমের প্রচারণায় নেমেছেন অভিনয় শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০২১, ১৯:৫১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:৫১

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে এবার প্রচারণায় নেমেছেন এক ঝাঁক অভিনয় শিল্পী। ঢাকা থেকে চট্টগ্রাম আসা এসব অভিনয় শিল্পী রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর জামালখান, কাজির দেউরি, ওয়াসা, জিইসি এলাকায় ঘুরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন।

আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় নেমেছেন অভিনয় শিল্পীরা

বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে তারা সরকারদলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেন। রেজাউল করিম চৌধুরী নিজে উপস্থিত থেকে এই প্রচারণার উদ্বোধন করেন। এরপর ট্রাকে চড়ে প্রার্থীকে নিয়ে অভিনয় শিল্পীরা ঘুরে ঘুরে প্রচারণা চালান।

প্রচারণায় অভিনয় শিল্পী রিয়াজ আহমেদ, তানভীন সুইটি, অরুণা বিশ্বাস, মীর সাব্বির, তারিন, বিজরী বরকতউল্লাহ, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, সায়মন সাদিক অংশ নেন।

চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের প্রচারণায় নেমেছেন অভিনয় শিল্পীরা।

চিত্রনায়ক রিয়াজ বলেন, রেজাউল করিম চৌধুরী একজন যোগ্য প্রার্থী। জননেত্রী শেখ হাসিনা একজন নিরেট দেশপ্রেমিক মহান মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়ন দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দিয়েছেন। দেশের জন্য লড়াকু এই বীরের বিজয় হলে বীর চট্টলার উন্নয়নের বিজয় হবে।

চট্টগ্রাম সিটি নির্বাচনে অভিনয় শিল্পীদের প্রচারণা

তিনি আরও বলেন, সমগ্র বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন যজ্ঞ চলছে। চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে- চোখে না দেখলে বিশ্বাস হতো না। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপযুক্ত ব্যক্তিকে বেছে নিয়েছেন। তাই চট্টগ্রামের মানুষের কাজ হবে প্রধানমন্ত্রীর এই পছন্দের ব্যক্তিকে বিজয়ী করে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া।

প্রচারণায় নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা