X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমপি একরামুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি

ঢাবি প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ১৮:৫৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৮:৫৪

নোয়াখালী-৪ আসনের (সদর-সুবর্ণচর) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ৷ একইসঙ্গে তাকে সংসদ পদ থেকে অপসারণসহ চার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সংগঠনটি৷

শনিবার (২৩ জানুয়ারি) বিকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘একজন বীর মুক্তিযোদ্ধাকে অবমাননা মানেই মহান মুক্তিযুদ্ধকে অবমাননা’ ব্যানারে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি৷ মিছিলটি শাহবাগ গিয়ে শেষে হয়৷ সমাবেশ থেকে একরামুল করিম চৌধুরী এমপিকে তার দেওয়া বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা৷ চার দাবি বাস্তবায়নে প্রয়োজনে সংসদের স্পিকার এবং আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি ৷

তাদের চারটি দাবি হলো, সংবিধান লঙ্ঘনের মাধ্যমে শপথ ভঙ্গ করার অপরাধে একরামুল করিম চৌধুরী এমপিকে জাতীয় সংসদ থেকে অপসারণ করতে হবে; বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থী বক্তব্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে নোয়াখালী জেলা আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে; বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করার অপরাধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে অবমাননা বন্ধ করার জন্য অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

সমাবেশে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, প্রত্যেকটি মানুষের সমালোচনা করার অধিকার রয়েছে। ওবায়দুল কাদের এমপির যেকোনও কাজের গঠনমূলক সমালোচনা তিনি করতেই পারেন। কিন্তু তাই বলে একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে রাজাকারের বংশধর বলতে পারেন না।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!