X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্র অধিকার পরিষদের নিন্দা

ঢাবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৯:১১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক অপসারণের প্রচেষ্টা এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (২২ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে গৃহীত এই অন্যায় ও নিপীড়নমূলক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার চায়।

তারা বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ২০২০ সালের ১ জানুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল—বেতন কমানো, আবাসন সংকট দূর করা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ ও ছাত্র সংশ্লিষ্ট ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা। ওই আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি শিক্ষকদের কয়েকজনও সংহতি প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে চার শিক্ষকে গত বছরের ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পর আন্দোলনে যুক্ত থাকায় বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলামকে (১৭ ব্যাচ) বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তারা বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনে সঙ্গে একাত্মতা পোষণ করায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল, প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরীকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। যা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অশনি সংকেত এবং মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার জন্য হুমকিস্বরূপ।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: কাদের
প্রাণহানি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: কাদের
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
সর্বাধিক পঠিত
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা