X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত 

কক্সবাজার প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৩:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৪:১৯

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি শিশু নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

কক্সবাজারের মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, আজ মাতারবাড়ি নতুন বাজার এলাকার আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা। এ উপলক্ষে শিশুদের বেলুন বিক্রি করতে যায় এক বৃদ্ধ বেলুন বিক্রেতা। বেলুনের গ্যাস দেওয়ার জন্য ছিল সিলিন্ডার।

মাতারবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ইয়াকুব আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন বিক্রেতা ঘিরে অনেকগুলো শিশু বেলুন দেখছিলেন। এইসময় হঠাত করে বেলুনে গ্যাস দেওয়ার জন্য আনা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে চারদিকে হইচই চিৎকার শুরু হয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোহাম্মদিয়া মসজিদিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও মাতারবাড়ীর দক্ষিণ মিয়াজী পাড়ার জাহাঙ্গীর আলম প্রকাশ ও লামিয়ার ১১ বছরের শিশু আহর খান নিহত হয়।

আহত হয় শিশুসহ আরও ১২ জন। চিকিৎসক ডাক্তার ইয়াকুব আলী জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে মাদ্রাসার বার্ষিক সভার কারণে বেলুন ব্যক্তি টাকা নেই বেলুন বিক্রি করতে আসছে এমনটি জানা গেছে। বিস্ফোরণে বেলুন বিক্রেতার সহ আহতদের চকরিয়া দুলহাজারা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ