X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আরও পেছালেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ২১:২৬আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৩৩

ব্রিসবেনের অবিস্মরণীয় জয়ে সিরিজ জিতে আনন্দে ভাসছে ভারত। অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারিয়ে সিরিজ জয় তো চাট্টিখানি কথা নয়! যার হাত ধরে ব্রিসবেনে এসেছে ঐতিহাসিক জয়, সেই ঋষভ পান্ত পেলেন তার পারফরম্যান্সের পুরস্কার। টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। তবে আরও নিচে নেমে গেছেন তাদের নিয়মিত অধিনায়ক কোহলি।

আজ (বুধবার) প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে নেমে গেছেন ভারত অধিনায়ক। কোহলিকে সরিয়ে তিনে উঠে গেছেন মার্নাস লাবুশেন। দুই নম্বর স্থান ধরে রেখেছেন স্টিভেন স্মিথ, আর শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট খেলার পরই দেশে ফিরে যান কোহলি। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে মিস করেছেন তিন টেস্ট। র‌্যাঙ্কিংয়ে সেটারই প্রভাব পড়েছে। আগের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিলেন তিনে, এবার আরও একধাপ পেছাতে হলো ভারতীয় অধিনায়ককে। কোহলি হারিয়েছেন ৮ রেটিং পয়েন্ট। ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে এখন ভারত অধিনায়ক আছেন চারে।

ব্রিসবেন টেস্টে লাবুশেন দারুণ ব্যাটিং করেছেন। প্রথম ইনিংসে ১০৮ রান করে এই ব্যাটসম্যান ছাড়িয়ে গেছেন নিজের আগের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ৮৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছেন তিনি।

ব্রিসবেন টেস্ট জয়ের নায়ক পান্ত উঠে এসেছেন ১৩ নম্বরে। উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এখন সবার ওপরে। তার সতীর্থ চেতেশ্বর পূজারা উঠে এসেছেন ৭ নম্বরে। আর রাহানে রয়েছেন ৯ নম্বরে। অন্যদিকে গল টেস্টে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পাওয়া জো রুট ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে।

বোলারদের তালিকায় শীর্ষ তিনে কোনও পরিবর্তন আসেনি। প্যাট কামিন্স শীর্ষেই আছেন। এরপর আছেন স্টুয়ার্ট ব্রড ও নিল ওয়াগনার। তবে চারে জায়গা করে নিয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড। তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে।

রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরা একধাপ করে এগিয়ে গেলেও বড় উন্নতি হয়েছে মোহাম্মদ সিরাজের। অস্ট্রেলিয়া সিরিজে অভিষিক্ত এই পেসার ৩২ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বেন স্টোকস। ব্রিসবেন টেস্ট মিস করা রবীন্দ্র জাদেজা তিনে নেমে যাওয়ায় দুইয়ে উঠে এসেছেন জেসন হোল্ডার। আর আগের মতোই চারে আছেন সাকিব আল হাসান।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া