X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা দূর করতে নিজস্ব অর্থায়নে কাজ করছি: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ২০:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:২৫

রাজধানীতে জলাবদ্ধতা দূর করতে খাল দখলমুক্ত অভিযান এবং বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর মতিঝিলে ‘মতিঝিল পার্ক’ উদ্বোধনের পর সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ‘আগামী মার্চ পর্যন্ত যেসব কার্যক্রম আমরা করবো বলে পরিকল্পনা নিয়েছি, সেগুলো পুরোটাই নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে।’

মেয়র বলেন, ‘গত বছর যেসব জায়গায় জলাবদ্ধতা হয়েছিল, সেসব জায়গায় আমরা কিছু অবকাঠামো উন্নয়নে হাত দিয়েছি। নিজস্ব অর্থায়নেই এগুলো বাস্তবায়ন করছি। জলাবদ্ধতা দূরীকরণে এসব অবকাঠামো উন্নয়নে ১০০ কোটি টাকার মতো এবং বর্জ্য অপসারণে ২০-২৫ কোটি টাকা ব্যয় হবে।’

জলাবদ্ধতা দূরীকরণে ওয়াসার কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর খাল দখলমুক্ত করার অভিযান এবং বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি। মেয়র বলেন, ‘গত ৩১ ডিসেম্বর ওয়াসার সঙ্গে আমাদের যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, সে অনুযায়ী আমরা তাদের কাছ থেকে যেসব যান-যন্ত্রপাতি পাবো, সেগুলো হস্তান্তর প্রক্রিয়া এখনও চলমান আছে। যার কারণে আমাদের কিছুটা সক্ষমতার অভাব রয়েছে। যন্ত্রপাতি পেলে আমাদের কার্যক্রম ত্বরান্বিত করতে পারবো। এরপরও আমরা আমাদের লক্ষ্যমাত্রা ঠিক রেখেছি। আগামী মার্চের মধ্যেই আমরা এ কার্যক্রম সম্পন্ন করতে চাই।’ মতিঝিল পার্ক উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজধানীর খালগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে আমরা একটি প্রকল্প প্রণয়ন করে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছি। প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি এ প্রকল্পের আওতায় আমরা খালগুলোর পাশে সাইকেল লেন, ওয়াকওয়ে এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো। সবকিছু মিলিয়ে এগুলো আবার যেন দখলের পাঁয়তারা না থাকে এবং জনগণ যেন একটি মানসম্পন্ন জীবনযাপন করতে পারে সে বিষয়গুলো বিবেচনায় রেখে আমরা প্রকল্প প্রণয়ন করেছি।

‘মতিঝিল পার্ক’ উদ্বোধনের সময় মেয়র বলেন, ‘ঢাকা শহরকে আমরা নান্দনিক শহর হিসেবে গড়ে তুলবো। আমাদের হবে ঐতিহ্যের ঢাকা, আমাদের হবে সুন্দর-সচল ঢাকা। আমাদের হয়েছে সুশাসিত ঢাকা। ইনশআল্লাহ আমরা ২০৪১ সালের আগেই উন্নত ঢাকা উপহার দেবো।’

এর আগে তিনি নগরীর জিরানী খালের জোরভিটা পয়েন্ট, কদমতলী ব্রিজ সংলগ্ন উচ্ছেদ অভিযান ও মান্ডা ব্রিজ সংলগ্ন উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন এবং নবনির্মিত যাত্রাবাড়ী ফুট ওভারব্রিজ, শাখারী বাজার ফুট ওভারব্রিজ ও নয়া বাজার ফুট ওভারব্রিজ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ।

 

/এসএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ