X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হোয়াইট হাউজ ছাড়ার দিনে ইনগেজমেন্টের ঘোষণা দিলেন ট্রাম্পের ছোট মেয়ে

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ১৭:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৭:১৭
image

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ছোট মেয়ে টিফানি ট্রাম্প তার ইনগেজমেন্ট ঘোষণা করেছেন। ধনী ব্যবসায়ীর উত্তরাধিকার মাইকেল বোলাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার দিনে এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের ইনগেজমেন্ট ঘোষণা করেন টিফানি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প এবং তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলস-এর একমাত্র সন্তান টিফানি ট্রাম্প। প্রথম দিকে তিনি তার মা ম্যাপলস-এর কাছে ক্যালিফোর্নিয়াতে বেড়ে ওঠেন। জর্জ টাউন ল স্কুল থেকে গত বছরের মে মাসে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। বিগত চার বছর হোয়াইট হাউজে থাকার সময়ে বড় বোন ইভাঙ্কা ট্রাম্পের চেয়ে অনেক কম মনোযোগ কেড়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজ ছাড়ার আগে এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে অনেক মাইলফলক, ঐতিহাসিক উপলক্ষ উদযাপন এবং স্মৃতি তৈরি করা আমার জন্য অনেক সম্মানের, তবে এর কোনও কিছুই আমার চমৎকার বাগদত্তা মাইকেলের সঙ্গে এনগেজমেন্টের চেয়ে বিশেষ নয়! পরবর্তী অধ্যায়ের জন্য উৎসাহিত হয়ে আছি আর সুখী অনুভব করছি’। পোস্টের সঙ্গে হোয়াইট হাউজে বোলাসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে তার আঙুলে একটি আংটিও দেখা গেছে।

তার বাগদত্তা মাইকেল বোলাসও একই ছবি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘জীবনের ভালোবাসার সঙ্গে ইনগেজড হলাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের অবকাশ কেন্দ্র মার-এ-লাগোতে বিভিন্ন অনুষ্ঠানে টিফানি ট্রাম্প (২৭) ও মাইকেল বোলাস (২৩)কে একসঙ্গে দেখা গেছে। ইনগেজমেন্টের ঘোষণা দিলেও ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শেষে এই যুগলের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

/জেজে/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়