X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আমার এ জয় পা-ফাটা সাধারণ মানুষের বিজয়: মেয়র লিলি

কামাল মৃধা, নাটোর
১৮ জানুয়ারি ২০২১, ০৬:০৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৬:৪৯

নাটোরের গোপালপুর পৌর মেয়র হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন রোকসানা মোর্তজা লিলি। ‌দেশব্যাপী চলমান পৌরসভা নির্বাচনে তিনি ৩য় নারী যিনি মেয়র হিসেবে এ বিজয় অর্জন করেছেন। তবে যদি সরাসরি ভোটের কথা বলা হয় তাহলে দ্বিতীয় দফায় তিনিই একমাত্র নারী মেয়র প্রার্থী হিসেবে জয়ী। গত শনিবার (১৬ জানুয়ারি) এ জয় পেয়েছেন লিলি।

দ্বিতীয় চেষ্টায় এ সাফল্য অর্জন করায় অভিভূত রোকসানা মোর্তজা লিলি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিলি। বলেছেন, তার এই বিজয় মূলত এলাকার সাধারণ পা-ফাটা মানুষের বিজয়।

রবিবার সকালে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রোকসানা মোর্তজা লিলি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশ ও দেশের মানুষের দৃশ্যমান উন্নয়নে সারা দেশের মতো খুশি গোপালপুরবাসী। দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গোপালপুরবাসী কৃতজ্ঞ। এলাকার জনগণের এই মনোভাব তিনি জানতেন। তাই নৌকা প্রতীক পাওয়ার পর তিনি শেখ হাসিনার কথা বলে এলাকাবাসীর কাছে ভোট চেয়েছেন। আর তাই তো  তীব্র শীত উপেক্ষা করে জনগণ তাকে সরাসরি ভোটে নির্বাচিত করে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এজন্য তিনি তার এই বিজয়কে ওই পা-ফাটা মানুষের বিজয় হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, গোপালপুর পৌরসভায় নৌকা প্রতীকে রোকসানা মোর্তজা লিলি ৬৫৭৮ ভোট পেয়ে পৌরমেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুনজুরুল ইসলাম পেয়েছেন ৫১২৫ ভোট।

সরকারি দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রভাব বিস্তার করেছিলেন কিনা জানতে চাইলে লিলি বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোনও প্রভাব বিস্তারের চেষ্টা আমরা করিনি। শেখ হাসিনার নেতৃত্বে এমন নিরপেক্ষ নির্বাচন যে সম্ভব তা গোপালপুর পৌর নির্বাচনে প্রমাণ হয়েছে।

তিনি দাবি করেন, নির্বাচনের সময় দায়িত্বরত প্রশাসন তিনিসহ সকল প্রার্থীর ক্ষেত্রে একই রকম আচরণ করেছে। সরকার ক্ষমতায় থাকলেও নৌকা প্রার্থী বা দলীয় কাউকে বেশি সুযোগ দেওয়া হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে লিলি বলেন, শেখ হাসিনা যে আস্থা নিয়ে তাকে নৌকার মনোনয়ন দিয়েছেন, পৌরবাসী সেই আস্থার মূল্য দিয়েছেন। তারা তাকে নয় বরং নৌকাকেই বিজয়ী করেছেন। হাসি ফুটিয়েছেন শেখ হাসিনার মুখে।

শপথ গ্রহণের পর পরিকল্পনা কী হবে জানতে চাইলে রোকসানা মোর্তজা লিলি বলেন, দীর্ঘদিন ধরে গোপালপুর তৃতীয় গ্রেডের এক অবহেলিত পৌরসভা। শপথ নেওয়ার পর এই পৌরসভার মানোন্নয়নে কাজ করতে চাই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইবো। তার সহযোগিতা পেলে এই পৌরসভাকে দ্বিতীয় গ্রেডে উন্নীত করে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো। এলাকার নারীদের উন্নয়নেও কাজ করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও লিলির মেয়ে সিলভিয়া পারভীন লেনি বলেন, তার মা লিলি গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন পরিশ্রম করছেন। তাকে নৌকার মনোনয়ন দেওয়ার কারণেই আজ তিনি মেয়র হিসেবে সম্মানের আসনে অধিষ্ঠিত। তাই লিলির বিজয়কে শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজয় হিসেবে দেখছেন তিনিও। এজন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোপালপুর থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শিমুল ইসলাম বলেন, গতবারও  রোকসানা মোর্তজা লিলি নৌকার মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু সামান্য ভোটের ব্যাবধানে তিনি পরাজিত হন। তা সত্ত্বেও এবারে আবারও তার প্রতি আস্থা রেখে তাকে নৌকার মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ। শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের প্রায় সকল নেতাকর্মীই পরিশ্রম করেছে। আর এ পরিশ্রমের মর্যাদা দিয়েছেন ভোটাররা। এজন্য তিনি ভোটারসহ দলের স্থানীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত: ২০২০-২১ সালের প্রথম দফার পৌর নির্বাচনে পঞ্চগড় সদর পৌরসভায় সরাসরি ভোটে মেয়র পদে প্রথম নারী হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের জাকিয়া খাতুন। এরপর দ্বিতীয় দফার নির্বাচনে নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই দল থেকে মেয়র পদে দ্বিতীয় নারী হিসেবে জয় পান হাসিনা গাজী। 

/টিএন/
সম্পর্কিত
মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম
মিটার চুরির পর ‘চিরকুট’ রেখে চাঁদা আদায় চক্রের মূল হোতা গ্রেফতার
শিক্ষা কর্মকর্তাকে মারধর-হুমকি, এমপির ভাগনেসহ ৫ জন কারাগারে
সর্বশেষ খবর
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই