X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্টের গঠিত কমিটি থেকে ভারতের কৃষক নেতার পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ২৩:৪০আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২৩:৪০
image

বিতর্কিত আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ নিরসনে ভারতের সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন এক কৃষক নেতা। সরকার ও কৃষকদের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শুরুর আগের দিন বৃহস্পতিবার কমিটি থেকে সরে দাঁড়ান ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) জাতীয় প্রেসিডেন্ট ভূপিন্দর সিং মান। তার দাবি কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপোস করবেন না বলেই সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে বিক্ষোভরত কৃষকদের দাবি কমিটিতে থাকার প্রস্তাব গ্রহণ করে দলীয় চাপে পড়ে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (১২ জানুয়ারি) মোদি সরকারের বিতর্কিত কৃষি আইন কার্যকরে সাময়িক স্থগিতাদেশ জারি করে ভারতের সর্বোচ্চ আদালত। এদিন শুনানিতে ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেছেন, এ আইন নিয়ে কৃষকদের শঙ্কার জায়গা কোথায় তা জানতে একটি কমিটি গঠন করা হবে। আর এ কমিটির কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই কমিটিতে রাখা হয় ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় প্রেসিডেন্ট ভূপিন্দর সিং মানকে। তবে বৃহস্পতিবার কমিটি থেকে পদত্যাগ করে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিজে একজন কৃষক ও ইউনিয়ন নেতা হিসেবে কৃষক ইউনিয়ন এবং সাধারণ মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার আলোকে আমাকে দেওয়া যেকোনও পদবি ছাড়তে তৈরি আছি। পাঞ্জাব এবং দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপোস করবো না।’

গত মঙ্গলবার চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তাতে রাখা হয় ভূপিন্দর সিং মানকে। কৃষক সংগঠনগুলো ইতোমধ্যে ওই কমিটি প্রত্যাখ্যান করেছে। তারা বলছেন এই কমিটির সদস্যরা ইতোমধ্যেই কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের প্রতি যে অল্প কয়েক জন কৃষক নেতা সমর্থন জানিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ভূপিন্দর সিং মান। গত ডিসেম্বরে তিনি কৃষিমন্ত্রী নরেন্দ্র ঠোমারের সঙ্গে দেখা করেন। কমিটি থেকে তিনি সরে যাওয়ায় এখন এই বিষয়ে পরবর্তী আদেশ দেবে সুপ্রিম কোর্ট।

সংযুক্ত কিষাণ মোর্চার সদস্য রাজিন্দর সিং দ্বিপসিংওয়ালা বলেন, ভূপিন্দর মান পদত্যাগ করছেন কারণ তার পার্টি তাকে বরখাস্ত করেছে। রাজনৈতিক ফায়দা লাভের কারণে নিজের অবস্থান ব্যবহার করছেন তিনি।

ভূপিন্দর মান ছাড়াও সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ ড. প্রমোদ কুমার জোসি। তিনি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ছিলেন। এছাড়া আছেন কৃষি অর্থনীতিবিদ এবং এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস কমিশনের সাবেক চেয়ারম্যান অশোক গেহলত এবং ক্ষেতকারী সংগঠনের প্রধান অনিল জ্ঞানওয়ান্ত। এদের মধ্যে অনিল জ্ঞানওয়ান্ত কৃষি আইনের সমর্থনে পত্রিকায় কলাম লিখেছেন।

উল্লেখ্য, ভূপিন্দর সিং মানকে ১৯৯০ সালে রাজ্য সভার আসন দেয় ভিপি সিং-এর সরকার। ওই সময়ে পাঞ্জাবে নিষিদ্ধ রাখা হয় কৃষক বিক্ষোভ। ভূপিন্দর মান সুপ্রিম কোর্ট গঠিত কমিটিতে থাকার প্রস্তাব গ্রহণ করলে বিভক্ত হয়ে পড়ে তার দল বিকেইউ। তার ছেলে গুরুপ্রতাপ সিং মান কংগ্রেস পার্টির সদস্য। আর পাঞ্জাবের কংগ্রেস সরকার তাকে পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের সদস্য করেছে।

 

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি