X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আড়ানীতে আ.লীগের প্রার্থীর পথসভায় বিদ্রোহী প্রার্থীর হামলার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২৩:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২৩:২৯

রাজশাহীর বাঘায় আগামী ১৬ জানুয়ারি আড়ানী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, নির্বাচনি কার্যালয়সহ দোকানপাট ভাঙচুর-অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন করে ২০ জন আহত হয়েছেন। ঘটনার জন্য আওয়ামী লীগ দলীয় ও বিদ্রোহী প্রার্থীর পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বুধবার (১৩ জানুয়ারি) রাতে ও বৃহস্পতিবার সকালে ৮টি অবিস্ফোরিত ককটেল ও ভাঙচুর করা দুটি মোটরসাইকেল জব্দ করেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় এই ঘটনার পর আড়ানী বাজারের সব দোকান-পাট বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে বাজারের উত্তর এবং দক্ষিণ দিকে দুই প্রার্থীর প্রায় তিন হাজার সমর্থক অবস্থান করছিলেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর দুই প্রার্থীর লোকজন নিজেদের এলাকায় অবস্থান করছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার আগে কাটাখালি পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্বাস আলী শহীদুজ্জামানের পক্ষে ভোট প্রচারণা শেষে পথসভায় বক্তব্য দিয়ে চলে যান। তিনি যাওয়ার পর পরই তাণ্ডব চলে আড়ানী বাজারে। এই ঘটনার পর বিদ্রোহী প্রার্থী মুক্তার ঘটনাস্থলে এসে মাইকিং করে তার সমর্থকদের ডাকেন। এ সময় শহীদুজ্জামানসহ উপস্থিত নেতাকর্মীরা সংগঠিত হয়ে মুক্তারের সমর্থকদের প্রতিরোধ করতে গেলে ঊভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, মুক্তার আলী বর্তমানে আড়ানী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী শহীদুজ্জামান শহীদ বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে আড়ানী পৌর সদরের তালতলা বাজারে পথসভার পর ককটেল ও গুলি ছুড়ে হামলা চালান বিদ্রোহী প্রার্থী মুক্তারের সমর্থকরা। এ সময় আমার নির্বাচনি এবং ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এছাড়াও মুক্তারের সশস্ত্র কয়েকজন সমর্থক গুলিবর্ষণ ও তালতলা বাজারে বেশকিছু দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে। বিদ্রোহী প্রার্থীর মুক্তারের সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে প্রায় ১০-১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে সোহান (২২) ও তুষারকে (৩০) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী বলেন, ‘নির্বাচনি প্রচারণা শেষ করে রাত ৮টার পরে আমি বাড়িতে চলে যাই। রাত সাড়ে ৯টার দিকে আমার কর্মী-সমর্থকরা বাড়ি যাওয়ার পথে আওয়ামী লীগ দলীয় প্রার্থী শহীদুজ্জামানের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ খবর পেয়ে লোকজন নিয়ে আড়ানি বাজারে যাই। এ সময় আমাদের উপর হামলা চালিয়ে তারাই ককটেল বিস্ফোরণ ঘটায়। আমার নির্বাচনি ও ব্যক্তিগত অফিসও ভাঙচুর করেছে। দোকান ভাঙচুর করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ায়, তার সমর্থকরা সশস্ত্র আকস্মিক হামলা করে। এতে আমিসহ প্রায় ১০ জনের বেশি আহত হয়েছে। তাদের মধ্যে রানা (৩৫) ও নাজমুল নামে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এ বিষয়ে অভিযোগ করবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় নৌকার নির্বাচন কমিটির আহ্বায়ক আবদুল মতিন মতি বাদী হয়ে মুক্তার আলীকে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করে ৫০০-৬০০ জনের নামে বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় মিলন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ