X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছে সরকার: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৮:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২০:১৮

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ফরেইন রিলেশন্স কমিটি প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই সরকারই জঙ্গিবাদকে মূলধন করে ক্ষমতায় এসেছে। বিদেশিদের কাছে জঙ্গিবাদ সেল করেছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, দেশে কোনও জঙ্গি নেই, বাংলাদেশ কোনও জঙ্গি দেশ নয়, এদেশের মানুষ সহনশীলতার চর্চা করে।’ সরকারই যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছে বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে রাজধানীর বনানীতে সাংবাদিকদেরকে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর আগে, গত ১২ জানুয়ারি ওয়াশিংটন প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতি নিয়ে অভিযোগ করেন।

পরের দিন বুধবার (১৩ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পম্পেও’র সম্প্রতি করা এক মন্তব্যের প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে। পম্পেও বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল কায়েদা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং ভুল ধারণাবশত তিনি মনে করছেন যে, ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড ঘটতে পারে। একজন নেতৃস্থানীয় নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে আরও বলেন, ‘বর্তমান সরকারই তাদের পুরো ক্ষমতাকালে জঙ্গি বিষয়টিকে ব্যবহার করেছে, এটা করেই তারা ক্ষমতায় আছে। নিজেরাই জঙ্গি বানিয়েছে, তাহলে আজকে কেন এটার প্রতিবাদ করছে? এটা তাদের ক্রিয়েট করা।’

তিনি আরও বলেন, পম্পেওর বক্তব্যের প্রতিবাদের কোনও কারণ নেই, এই সরকারই মিথ্যাচার করেছে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিশ্বের কাছে দেশকে ছোট করেছে। তাদের প্রতিবাদ করার মুখ নেই। বিএনপির বিদেশি বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু বলেন, ‘সরকার যুক্তরাষ্ট্রকেও বিভ্রান্ত করেছে।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
রবিবার আবার বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবো: ফারুক
সর্বশেষ খবর
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
দেয়াল টপকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করা সময় একজন আটক
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো