X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১, ২৩:৪৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২৩:৪৮

গত ৭ জানুয়ারি একটি অনলাইন নিউজ পোর্টালে ‘ভুয়া কার্যাদেশে ৫৫ লাখ টাকার কাজ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভান্ডার রক্ষক (মুদ্রণ ও মনোহরী) শেখ কামাল হোসেন।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার কার্যাদেশ দেওয়ার কোনও ক্ষমতা নেই। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, যে কার্যাদেশের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ জাল ও ভুয়া। উক্ত কাগজে মেসার্স রুহি এন্টার প্রাইজ ও জেড এম ট্রেডার্সের নামে আমার বিরুদ্ধে ঘুষ গ্রহণের যে অভিযোগ করা হয়েছে সেই প্রতিষ্ঠান দুটির সঙ্গে কথা বললেই বিষয়টি স্পষ্ট হয়ে যেতো। এ দুটি প্রতিষ্ঠান লিখিতভাবে জানিয়েছে তাদের সঙ্গে আমার কোনও এ ধরণের লেনদেন বা তাদেরকে ৫৫ লাখ টাকার কার্যাদেশ দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। তারা বিষয়টি জানেনই না।

তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে কার্যাদেশের ছবি প্রকাশ করা হয়েছে তাতে যে সই ব্যবহার করা হয়েছে সেটি আমার সই নয়। একটি পক্ষ নিজেরাই এমন ভুয়া কাগজ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে অনলাইন পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। লিখিত বক্তব্যে জেড এম ট্রেডিং এর স্বত্তাধিকারী জাকির খান ও মেসার্স রোহি এন্টার প্রাইজের স্বত্তাধিকারী আবুল হাসান মোল্যা বলেছেন, তারা দীর্ঘদিন সুনামের সহিত আমদানি ও সরবরাহকারী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাণ্ডার ও ক্রয় বিভাগে মালামাল সরবরাহকারী ঠিকাদার হিসাবে কাজ করছেন। বিগত ৭ জানুয়ারি একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে তাদের প্রতিষ্ঠানকে অবৈধ ও ভুয়া কার্যাদেশ প্রদান করে সাত লাখ টাকা উৎকোচ নেওয়া হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। উক্ত সংবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাণ্ডার রক্ষক (মুদ্রণ ও মনোহারি) শেখ কামাল হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। শেখ কামাল হোসেনের নামে উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে তারা সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে রাজি আছেন। তারা বলেন, তারা সুপরিচিত ও স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে সাধারণ কর্মচারীকে অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

প্রেস বিজ্ঞপ্তি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়