X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রিয়াদ দূতাবাসে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

অহিদুল ইসলাম, (রিয়াদ) সৌদি আরব
১১ ডিসেম্বর ২০২০, ০৩:১৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৩:২১

রিয়াদ দূতাবাসে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন নব নিযুক্ত রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু চত্বর ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মো. জাভেদ পাটোয়ারী বিপিএম (বার)।

৯ ডিসেম্বর, বুধবার চত্বরটি উদ্বোধন করে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা এখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তিনি আরও বলেন, প্রবাসে ভিন্ন ভাষার মানুষদেরও  দূতাবাসের এই বঙ্গবন্ধু কর্নারটি বাংলাদেশের স্থপতি সম্পর্কে জানার গভীর আগ্রহ তৈরি করবে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দূতাবাসের এই স্থাপনাটি বাংলাদেশের জাতির জনক সম্পর্কে গবেষণা করার জন্য তথ্য সংগ্রহে বিদেশিদের আশানুরূপ সহায়তা করবে।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কর্নার পরিকল্পনা ও বাস্তবায়নের প্রধান সহযোগী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য মো. রফিকুল হায়দার ভূইয়া এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় রিয়াদে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মুজিবশতবর্ষ উপলক্ষে ‘দেশগঠনে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছর’ শিরোনামে এক সেমিনার হয়। মূল প্রবন্ধ পাঠ করেন দূতাবাসের কার্যালয় প্রধান ড. ফরিদউদ্দিন আহমেদ। দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারটি উদ্বোধন করেন রাষ্ট্রদূত ড. মো. জাভেদ পাটোয়ারী বিপিএম (বার)। এতে রিয়াদের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।

রাষ্ট্রদূত বলেন,মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সৌদিআরবে প্রবাসীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ জানার সুযোগ সৃষ্টিতে এ ধরনের সেমিনার আয়োজন করা হয়েছে। এসময় তিনি বঙ্গবন্ধুর শাসনামলে দেশ গঠনের ক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব শুরু করে মাত্র তিনবছর সাত মাস দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। এই অল্প সময়ের দিনগুলোতে তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনানির্ভর সময়োপযোগী একটি আধুনিক রাষ্ট্র ‘সোনারবাংলা’ বিনির্মাণে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু।

দেশের প্রথম সংবিধান প্রণয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও ক্ষমতা পৃথকীকরণে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরির মূলভিত্তি হিসেবে কাজ করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি বলেন, ‘বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধু’  সমার্থক শব্দ। বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে হবে।

তিনি সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পাঠের পরামর্শ দেন।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিশন উপপ্রধান এসএম আনিসুল হক। প্যানেল আলোচনায় ছিলেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মো.আব্দুস সালাম, এমআর মাহবুব, ড. মো. রেজাউল করিম ও এটিএম জিয়া উদ্দীন। সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। 

 

/টিএন/
সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট