বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনও বিসিএস সভাপতি এই পদে নির্বাচিত হলেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) উইটসার ২০২০-২২ মেয়াদের প্রথম বোর্ড সভায় পদ বণ্টনের নির্বাচনে তিনি এই পদে ভূষিত হন। এর আগে ১৭ নভেম্বর উইটসার সাধারণ পরিষদের সভায় তিনি পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন। সম্মেলনে বিসিএস সভাপতি ভবিষ্যতে এশিয়া অঞ্চলে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও বৈশ্বিক উন্নয়নে তার পরিকল্পনা উপস্থাপন করেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৮টি দেশের মধ্যে ২২টি দেশ বর্তমানে উইটসার সদস্য।
উইটসার সেক্রেটারি জেনারেল ড. জেমস পইস্যান্টের সই করা এক ই-মেইল বার্তায় মো. শাহিদ-উল-মুনীরকে উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
উইটসার নির্বাচনে জয়লাভ প্রসঙ্গে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, ‘উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের। তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সংগঠন উইটসা বিশ্ব তথ্যপ্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে। আগামী বছর দেশেই অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি (ডব্লিউসিআইটি) ২০২১। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমি উইটসার পরিচালক এবং সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’