X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

নারী নির্যাতন মামলায় ৮৭ বছর বয়সী বৃদ্ধের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২১:০০আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:০১

হাইকোর্ট যৌতুকের দাবিতে জখম করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় লালমনিরহাটের অশীতিপর বৃদ্ধ তাজেম উদ্দিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই মামলায় তাজেম উদ্দিনের ছেলে ময়েন উদ্দিনকেও আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এ সংক্রান্ত জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিদের জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী ওমর ফারুক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।
আইনজীবী ওমর ফারুক জানান, এ মামলায় ময়েন উদ্দিন ও তাজেম উদ্দিনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। এজাহারে তাজেম উদ্দিনের বয়স ৬০ বছর দেখানো হলেও জাতীয় পরিচয়পত্র মোতাবেক তার বয়স ৮৭ বছর। তবে তাজেম উদ্দিন মনে করেন তার বয়স শত বছরের উপরে।
মামলার এজাহারে থেকে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়ার তাজেম উদ্দিনের ছেলে ময়েন উদ্দিনের সঙ্গে ২০১৮ সালের ১৯ মার্চ বান্দেরকুড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বরপক্ষ যৌতুক দিতে চাপ দিতে থাকে। এদিকে এক পর্যায়ে শারমিন গর্ভধারণ করে। সে অবস্থাতেও গত ১৬ জুন শারমিনের কাছে দুই লাখ টাকা দাবি করেন তার স্বামী ময়েন উদ্দিন।
কিন্তু যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে শ্বশুর ও ননদের হুকুমে শারমিনকে তার স্বামী মারপিট করে। পরে শারমিনের স্বামী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসা শেষে শারমিন তার বাবার বাড়িতে চলে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জুলাই ফের চিকিৎসা নেওয়ার সময় শারমিন একটি মৃত সন্তানের জন্ম দেন।
পরে গত ৭ অক্টোবর থানায় স্বামী ময়েন উদ্দিন, শ্বশুর তাজেম উদ্দিন এবং ননদ শিরিনা বেগমের বিরুদ্ধে যৌতুকের জন্য মারপিট করে সাধারণ জখম এবং সম্মতি ব্যতিরেকে গর্ভপাত ঘটানো এবং সহায়তার অভিযোগ এনে মামলা দায়ের করেন শারমিন।
ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে জামিন নিতে আসেন শারমিনের স্বামী ময়েন উদ্দিন ও শ্বশুর তাজেম উদ্দিন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’