X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে এজলাস বারান্দার ছাদ ধসে আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২০, ১৯:০৮আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৯:১৯

সিরাজগঞ্জে এজলাস বারান্দার ছাদ ধসে আহত ২ সিরাজগঞ্জ আদালতের এজলাস বারান্দার ছাদ ধসে বিচারপ্রার্থীসহ দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে জজকোর্ট ভবনের দ্বিতীয় তলায় জেলা ও দায়রা জজ আদালত বিচারকের এজলাসের বারান্দায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বেসরকারি সংস্থা ব্র্যাক সিরাজগঞ্জের বেলকুচি শাখা অফিসের কর্মকর্তা ও নাটোর জেলার বাসিন্দা মো. শরিফুল ইসলাম (৫০) ও আইনজীবীর সহকারী এবং শহরের দিয়ার ধানগড়া মহল্লার বাসিন্দা আবির হোসেন (২২)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শরিফুল ইসলামকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার শাহাদৎ হোসেন খান বলেন, আদালতে একটি মাদক মামলার শুনানি চলছিলো। এজলাসের বাইরের বারান্দায় অন্য মামলার বাদী ও সাক্ষীরা অবস্থান করছিলেন। দুপুরের দিকে হঠাৎ করেই ছাদের বেশ কিছু অংশ ধসে পড়ে। এতে দু’জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জে এজলাস বারান্দার ছাদ ধসে আহত ২ আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারপ্রার্থীসহ অনেকেই বলেন, আদালত ভবনটির ছাদের বিভিন্ন অংশে ফাঁটল রয়েছে। ছাদের ভেতরে পলেস্তারার রডগুলো মরিচা পড়েছে। কয়েক বছর আগেও ভবনটির নিচতলার ছাদের অংশবিশেষ ধসে পড়েছিলো। এ ভবনটি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের নাজির নুর হোসেন বলেন, ১৯৮৭ সালের শেষের দিকে ভবনটি নির্মাণ হয়েছিলো।

সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাদের পলেস্তারার মাঝখানে বাতাস ঢোকার ফলে রডগুলোতে মরিচা পড়ে গেছে। ধারণা করা হচ্ছে এ কারণেই দুর্ঘটনা ঘটেছে। এটি পুরোপুরি সংস্কার করা প্রয়োজন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ