X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সাড়ে চার মাস লন্ডনে আটকে থাকার পর দেশে ফেরা...

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ১৩:০৪আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৫:১৪

উড়োজাহাজে (ডানে) ও ঢাকায় নামার পর শিল্পীর সেলফি টানা সাড়ে চার মাস পরবাসে আটকে থাকার পর শনিবার (১৮ জুলাই) মাতৃভূমে পা রাখলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।

লম্বা এক শ্বাস নিয়ে বললেন, ‌‌‘শুভ সকাল। টানা সাড়ে চার মাস লন্ডনে আটকে থাকার পর অবশেষে প্রিয় মাতৃভূমিতে পৌঁছে গেলাম! নিজেকে প্রচণ্ড হালকা লাগছে।’
বিষয়টি এমন নয়, দেশের অন্যতম এই শিল্পী যুক্তরাজ্যে জিম্মি ছিলেন! বরং গেলো ২৭ ফেব্রুয়ারি একমাত্র মেয়ে আনমলের সঙ্গে অবকাশ যাপনের জন্যই আনন্দচিত্তে ঢাকা থেকে উড়ে যান ফাহমিদা নবী।
যাওয়ার আগে বলেন, ‘জীবনে বহুবার লন্ডনে গিয়েছি। তবে সেসব ছিল গাওয়ার জন্য। এবার যাবো শুধুই বেড়াতে। সেখানে আমার অনেক স্বজন আছেন। মেয়েকে নিয়ে সবার বাসায় বেড়াবো আর সুন্দর সুন্দর স্থানে ঘুরে বেড়াবো টানা একমাস। দেশে ফিরবো মার্চের মধ্যেই। কারণ, দেশ ছেড়ে আমি আবার বেশিদিন স্থির থাকতে পারি না।’
ফাহমিদা নবী অথচ তেমনটা হলো না। লন্ডনে যাওয়ার পরই মহামারির কারণে প্রায় গোটা পৃথিবী লকডাউন! ফ্লাইট বন্ধ। এই সময়টাতে ফাহমিদা নবী দেশে ফেরার জন্য ছটফট করছিলেন বটে, কিন্তু ছিলেন নিরুপায় ঘরবন্দি। অবশেষে ১৮ জুলাই সকালে টানা সাড়ে চার মাস পর দেশে ফিরতে পেরেছেন।
ফাহমিদা নবী বলেন, ‘এতোটা খারাপ লাগতো না। যদি সেখানে ঘরবন্দি না হতে হতো। একদিকে ভিনদেশ। অন্যদিকে টানা প্রায় সাড়ে চার মাসই সেখানে ঘরবন্দি! ভাবা যায়? এটা ঠিক, সঙ্গে আমার সন্তান ছিল। ওকে সময় দিতে পেরেছি। তবুও, শ্বাস নেওয়ার জন্যও তো একটু দরজাটা খোলা লাগে। গেলাম ঘুরে বেড়াতে মেয়েকে নিয়ে, লন্ডনে পা ফেলতেই সব লকডাউন। তাছাড়া দেশ ছেড়ে তো আমি কখনও এতো লম্বা সময় কোথাও ছিলাম না। জীবনটাকে এই যাত্রায় নতুন করে অনুভব করার সুযোগ হলো।’
ফাহমিদা নবী আরও জানান, এবার লন্ডনে যাওয়ার পর মেয়ে ও ছোট বোনকে নিয়ে প্রথম কিছুক্ষণের জন্য রেস্তোরাঁয় জান দুদিন আগে, মানে ১৬ জুলাই! সেটিও দেশে ফেরা উপলক্ষে।

উল্লেখ্য, গত ভালোবাসা দিবসে ‘তুমিহীন’ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘একুশ আমার’ শিরোনামে দুটি নতুন গান প্রকাশ করেন ফাহমিদা নবী। গান দুটির জন্য ভক্ত-শ্রোতাদের কাছ থেকে এখনও ভালোই সাড়া পাচ্ছেন তিনি।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি