X
বুধবার, ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের ব্যক্তিগত পরিচারক করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ২৩:৪৯আপডেট : ০৭ মে ২০২০, ২৩:৫০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত এক পরিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে। এই পরিচারক দেশটির নৌবাহিনী এবং হোয়াইট হাউসের জন্য বিশেষভাবে গঠিত একটি অভিজাত সামরিক শাখার সদস্য। বুধবার পরিচারক করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে মর্মাহত হয়েছেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসের চিকিৎসক দিয়ে পুনরায় করোনায় পরীক্ষা করিয়েছেন।

ট্রাম্পের ব্যক্তিগত পরিচারক করোনায় আক্রান্ত

এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিট জানিয়েছে যে, এখানে কর্মরত মার্কিন সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হলেও তাদের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এই ব্যক্তিগত পরিচারকরা মার্কিন প্রেসিডেন্ট ও তা পরিবারের খুব কাছাকাছি থেকে কাজ করেন। তাদের বেশ কিছু ব্যক্তিগত কাজ করে থাকেন। প্রেসিডেন্টের খাবার ও পানীয়ের দায়িত্বে থাকেন তারা। এমনকি তিনি কোথাও সফরে গেলে এই পরিচারকরা সঙ্গে যান। অতীতের প্রেসিডেন্টরা শুধু এসব কাজের পাশাপাশি বার্তা বাহক হিসেবেও কাজে লাগাতেন তাদের। প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন খুব কাছ থেকে দেখা ব্যক্তিদের মধ্যে এসব পরিচারকরা রয়েছেন।

হোয়াইট হাউসের একটি সূত্র জানায়, পরিচয় প্রকাশ না করা ওই কর্মীর বুধবার সকালে লক্ষণ ধরা পড়ে। এর আগে ট্রাম্প নিজেকে জার্মোফোব হিসেবে ঘোষণা করেছেন। তার উপস্থিতিতে কাশি বা নাক ঝাড়ার কারণে সহযোগীদের বিতাড়িত করেছেন। ট্রাম্পের দাবি, তিনি খুব কম অসুস্থ হন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর তা মহামারি আকার ধারণ করে। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩১ হাজার ৯৯২ এবং মৃতের সংখ্যা ৭৩ হাজার ৫৭৩ জন।

 

 

/এএ/
সম্পর্কিত
জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছে: নেতানিয়াহু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
পুতিনের ওপর নাখোশ ট্রাম্প, রাশিয়ার ওপর আসতে পারে নতুন নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হোম সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রিতে সাড়া পাচ্ছে না বিসিবি
হোম সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রিতে সাড়া পাচ্ছে না বিসিবি
এলাকার মানুষের মৃত্যু সংবাদ শুনে কাঁদলেন পলক
এলাকার মানুষের মৃত্যু সংবাদ শুনে কাঁদলেন পলক
নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন সামান্তা?
নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন সামান্তা?
চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সড়ক-গলি পানির নিচে
চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সড়ক-গলি পানির নিচে
সর্বাধিক পঠিত
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে
হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে