X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

ম্যারাথনের ‘ফিনিশ লাইন’ পেরিয়ে যাওয়া এক ফিলিস্তিনির গল্প

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৭, ১৭:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৯:১০
image

আলাকদি
ফিলিস্তিনি শেফ মোহাম্মদ আলাকদির কাছে দৌড় একটা আসক্তির মতো। বিপরীতে ইসরায়েলি দমনপীড়ন খেলাধূলায় বাধ সেধেছে সবসময়। তবে দেশ ছেড়ে ফ্রান্সে রান্না শিখতে গিয়ে ঠিকই নিজেকে মেলে ধরতে সক্ষম হন আলাকদি। অব্যাহত রাখতে পেরেছিলেন দৌড় চর্চা। এরই ফলাফল এলো লন্ডন ম্যারাথনে। পূরণ হলো তার স্বপ্ন। রবিবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত ৩৭তম লন্ডন ম্যারাথনে ৪২ কিলোমিটার পথ দৌড়ানোর পর গন্তব্য-রেখা পেরিয়ে যেতে সক্ষম হন তিনি। এই দৌড়কে মাধ্যম হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনি জাতিসত্তার আত্মপরিচয়ের স্বীকৃতির দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চান আলাকদি।

ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের ছোট্ট শহর জেনিনের বাসিন্দা আলাকদি। তবে সেখানে ইসরায়েল আরোপিত নানা নিষেধাজ্ঞার কারণে স্বাচ্ছন্দে খেলতে পারেন না ক্রীড়াবিদরা। বিভেদ প্রাচীর, সেনা চৌকি আর আন্দোলনের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়াও তাদের জন্য কঠিন। তবে চার বছর আগে ফ্রান্সের রন্ধন শিক্ষা স্কুলে ভর্তি হতে গিয়ে স্বপ্ন পূরণের পথ দেখেন আলাকদি। সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, এবার তার খেলাধুলার স্বপ্ন-পূরণের সুযোগ এসেছে। সেখানে প্রশিক্ষণ নেওয়ার ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ আছে।

যেমন ভাবনা, তেমন কাজ। বর্তমানে ফ্রান্সের লিয়ন শহরের একটি রেস্তোরাঁয় শেফ হিসেবে কর্মরত আছেন আলাকদি। কাজের ফাঁকে ফাঁকেই চালিয়ে যাচ্ছেন খেলাধুলা। পূর্ণকালীন শেফ হিসেবে কাজ করার পরও গত ১৩ মাসে আটটি ম্যারাথনে দৌড়াতে সক্ষম হয়েছেন তিনি।

লন্ডন ম্যারাথনে আলাকদি
রবিবারের ম্যারাথনে আলাকদিরপরনে ছিল শেফের সাদা পোশাক। এক হাতে ছিল ফিলিস্তিনি পতাকা। আর অন্য হাতে ছিল তিন কেজি ওজনের রান্নার পাত্র।

কেমব্রিজের ডিউক ও ডাচেসসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সেখানে উপস্থিতি ছিলেন। লন্ডন ম্যারাথনে ৪০ হাজার দৌড়বিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। আর চার ঘণ্টা চৌদ্দ মিনিট পর গন্তব্যস্থলের নির্দিষ্ট সীমারেখা (ফিনিশ লাইন) পার হতে সক্ষম হন আলাকদি। তবে ফিনিশ লাইন পার হওয়ার জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তা পূরণ করতে পারেননি তিনি। এরপরও আলাকদি আগামীতে ম্যারাথন জয়ের স্বপ্ন দেখেন।

শেফের পোশাক পরে পতাকা ও তিন কেজি ওজনের পাত্র নিয়ে দৌড়ে গিনেস বুকে নাম লেখাতে চেয়েছিলেন আলাকদি। তিনি বলেন, ‘আমি ছয় মাস আগে এর জন্য প্রশিক্ষণ শুরু করি। রেকর্ড করতে চাওয়ার উদ্দেশ্য হলো মিডিয়ার মনযোগ আকর্ষণ করা এবং ফিলিস্তিনের সংকটকে বিশ্ববাসীর সাম নিয়ে আসা।’

তবে ম্যারাথনের অর্ধেক পথ শেষ করার পর আহত হন আলাকদি এবং তার গতি ধীর হয়ে পড়ে। আর সেকারণে ফিনিশ লাইন পার হতে দেরি হয়ে যায় তার।

রবিবার মোহাম্মদ আলাকদি যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার হয়ে ওই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। সে দাতব্য সংস্থাটি দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধীসহ বিভিন্ন প্রতিবন্ধীদের সহায়তায় কাজ করে থাকে। আলাকদি বলেন, ‘এবার আমি যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থাকে সমর্থন দিতে চেয়েছি। ফিলিস্তিনি জাতিসত্তার বিপন্নতাকে বিশ্বের সামনে তুলে ধরতেই আমার এই প্রচেষ্টা। আমরা ফিলিস্তিনিরা পৃথিবীর সব প্রান্তের অসহায়দের নিয়ে ভাবি এবং নিজেদের সাধ্যমতো তাদের সহায়তা দিতে চাই। হোক না তা অনেক ছোট কিছু।’

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কিয়েভে ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা
মধ্যপ্রাচ্যে এখনও ফ্লাইট চালু হয়নি বিভিন্ন এয়ারলাইন্সের
গাজায় পুষ্টি সহায়তা নিতে আসা শিশুদের ওপর হামলা, নিহত ১৫
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ জুলাই, ২০২৫)
ত্রয়োদশ সংসদ নির্বাচন: চার ইসির নেতৃত্বে পাঁচ বিশেষ কমিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন: চার ইসির নেতৃত্বে পাঁচ বিশেষ কমিটি
বিপর্যয় নয়, এবারের ফল বর্তমান বাস্তবতা
বিপর্যয় নয়, এবারের ফল বর্তমান বাস্তবতা
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
সাবালেঙ্কাকে চমকে দিয়ে ফাইনালে আনিসিমোভা, প্রতিপক্ষ শিয়াটেক
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ